জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, বিএনপি এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চাশ, একশ’র বেশি আসন পাবে না।
সোমবার (২২ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দীনের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।
তাহলে বিএনপি কয়টা পাবে, জামায়াত কয়টা পাবে-এমন প্রশ্নের জবাবে এনসিপির এ নেতা বলেন, বিএনপি কয়টা পাবে, জামায়াত কয়টা পাবে, ওটা তো আমি বলতে পারবো না। এটা যারা ভোট দেবে তারা হলো ডিসাইড করতে পারবেন। আমাদের জায়গা থেকে এসেসমেন্ট, এটা দেখেন যে বিএনপিও অনেকগুলো ডাটা সার্ভে করেছে। জামায়াত অনেকগুলা করেছে। কিন্তু আমাদের জায়গা থেকে আমি মনে হয় একবার বলেছিলাম, বিএনপির পঞ্চাশ, একশ’র আসনের উপরে যাবে না। কিন্তু আপনারা তো এখন বাস্তব সিনারিও দেখতে পাচ্ছেন। তলানিতে যাচ্ছে যে।
সংসদে আপনারা কী তবে সংখ্যাগরিষ্ঠ হচ্ছেন-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আপনার যদি রেশিওতে সংখ্যাগরিষ্ঠতা আসে, সেখানে তো সংখ্যাগরিষ্ঠ হচ্ছে। কিন্তু এখানে একটা বিষয় যে নারীদের আসন রয়েছে উচ্চ কক্ষে, পিআর রয়েছে, ওই ক্যালকুলেশনটা আপনাকে এড করতে হবে।
আপনার মতামত লিখুন :