২০২৫ সালে বিদেশে ১০০ কোটি রুপি আয়ের ক্লাবে জায়গা করে নিল ঋষভ শেঠি পরিচালিত ও অভিনীত পৌরাণিক অ্যাকশন ড্রামা ‘কান্তারা: চ্যাপ্টার ১’।
এখন পর্যন্ত এ কৃতিত্ব অর্জন করেছে রাজিনীকান্তের ‘কুলি’, আহান পান্ডে ও অনীত পাড্ডার ‘সাইয়ারা’, মোহনলাল ও পৃথ্বীরাজ সুকুমারনের ‘এল২: এমপুরান’, এবং কাল্যাণী প্রিয়দর্শন ও দুলকার সালমান অভিনীত ‘লোকাহ চ্যাপ্টার ১: চন্দ্র’। এবার সেই তালিকায় যুক্ত হলো ‘কান্তারা: চ্যাপ্টার ১’।
বিদেশে নতুন রেকর্ড
দুই সপ্তাহের (১৪ দিনের) মাথায় ছবিটি বিদেশে আয় করেছে ১০০ কোটিরও বেশি রুপি। এ আয় দিয়ে ‘কান্তারা: চ্যাপ্টার ১’ পিছনে ফেলেছে ‘ছাভা’কে, যার বিদেশি আয়ের অঙ্ক ছিল ৯৫ কোটি রুপি। অন্যান্য ছবির মধ্যে ‘কুলি’ আয় করেছে ১৮০ কোটি, ‘সাইয়ারা’ ১৭০ কোটি, ‘এল২: এমপুরান’ ১৪০ কোটি এবং ‘লোকাহ চ্যাপ্টার ১: চন্দ্র’ ১২০ কোটি রুপি।
দেশে ও বিশ্বজুড়ে আয়
ভারতের বাজারে ছবিটির নেট আয় দাঁড়িয়েছে ৪৭৫ কোটি রুপি, আর বিশ্বজুড়ে মোট আয় ৬৬০ কোটিরও বেশি। এখনও সিনেমাটি প্রেক্ষাগৃহে সফলভাবে চলছে। ধারণা করা হচ্ছে, ২১ অক্টোবর আয়ুষ্মান খুরানা, রাশমিকা মান্দানা ও নওয়াজউদ্দিন সিদ্দিকি অভিনীত ‘থাম্মা’ মুক্তি না পাওয়া পর্যন্ত এর ব্যবসা আরও অব্যাহত থাকবে।
পৌরাণিক কাহিনির প্রিক্যুয়েল
২০২২ সালের ব্লকবাস্টার ‘কান্তারা’র প্রিক্যুয়েল এই চ্যাপ্টার ১। গল্পটি প্রথম চলচ্চিত্রের এক হাজার বছর আগের প্রেক্ষাপটে নির্মিত- ঔপনিবেশিক যুগের আগের উপকূলীয় কর্ণাটকে। এতে তুলে ধরা হয়েছে ভূতা কোলা’র আদি ইতিহাস, যা দক্ষিণ ভারতের লোকবিশ্বাস ও সংস্কৃতির গভীর শিকড় থেকে উঠে এসেছে।
ঋষভ শেঠি নিজেই ছবিটি পরিচালনা ও অভিনয় করেছেন। অন্যান্য প্রধান চরিত্রে রয়েছেন গুলশন দেবাইয়া, রুকমিনি বসন্ত ও জয়রাম। গান্ধী জয়ন্তী ও দুর্গাপূজার দিনে, অর্থাৎ ২ অক্টোবর মুক্তি পাওয়া এই ছবিটি ছবিটি প্রযোজনা করেছে বিজয় কিরাগান্দুর ও চালুভে গৌড়া, তাদের প্রযোজনা সংস্থা হোম্বালে ফিল্মসের ব্যানারে।।
আপনার মতামত লিখুন :