বলিউডের নীরব কিন্তু পরিমিত শক্তিশালী উপস্থিতি চিত্রাঙ্গদা সিং। একসময় ভাবগম্ভীর চরিত্রেই সীমাবদ্ধ ছিলেন তিনি। তবে এখন সেই সীমা ভাঙছেন অভিনেত্রী। অক্ষয় কুমারের ‘হাউসফুল ৫’ এ চমক দেওয়ার পর এবার তাঁকে দেখা যাবে সালমান খানের বিপরীতে, নতুন ছবি ‘ব্যাটেল অব গেলওয়ান’ এ।
ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে চিত্রাঙ্গদা জানান, এবার তিনি স্থায়ীভাবে মূলধারার বাণিজ্যিক চলচ্চিত্রের দিকে এগোচ্ছেন। আর এই পরিবর্তনের নেপথ্যে রয়েছেন স্বয়ং সালমান খান।
ভারত–চীন সীমান্ত সংঘাতের পটভূমিতে নির্মিত হচ্ছে অপূর্ব লাখিয়ার ‘ব্যাটেল অব গেলওয়ান’। সত্য ঘটনার অনুপ্রেরণায় নির্মিত এ চলচ্চিত্রের অংশ হতে পেরে দারুণ আবেগাপ্লুত চিত্রাঙ্গদা। তিনি বলেন, “এই ছবি আমার জন্য খুব বিশেষ। আমার বাবা অবসরপ্রাপ্ত আর্মি কর্নেল। সেনা আবহে আমার বেড়ে ওঠা। ছোটবেলা থেকেই দেশপ্রেম আর আত্মত্যাগের গল্প শুনে বড় হয়েছি। তাই এমন একটি ছবির অংশ হতে পারাটা আমার কাছে ভীষণ গর্বের।”
কীভাবে প্রকল্পে যুক্ত হলেন-জানাতে গিয়ে চিত্রাঙ্গদা বলেন, “ঘটনাচক্রে মুম্বাইয়ের এক স্টুডিওতে আমার আর মিস্টার (সালমান) খানের সেট পাশাপাশি ছিল। তখনই আমাদের প্রথম দেখা হয়। সেদিনের আলাপটা ছিল আমার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়া এক মুহূর্ত। উনি আমাকে আরও বাণিজ্যিক ছবি ও চ্যালেঞ্জিং চরিত্রে কাজ করতে উৎসাহ দিয়েছিলেন।”
অভিনেত্রীর ভাষায়, “মিস্টার খান আমার অভিনয়ের ধরণ ও দৃষ্টিভঙ্গির প্রশংসা করেছিলেন। তাঁর সঙ্গে সেই কথোপকথন আমাকে আত্মবিশ্বাসী করেছে। আগে যেসব চরিত্র নিতে ইতস্তত করতাম, এখন সেগুলো নিয়েও ভাবছি। তিনি সত্যিই আমার চিন্তাভাবনা বদলে দিয়েছেন।”
চিত্রাঙ্গদার অনুরাগীদের দীর্ঘদিনের অভিযোগ- তিনি খুব কম কাজ করেন। বিষয়টি স্বীকার করেই তিনি বলেন, “হ্যাঁ, আমি কম কাজ করি। কিন্তু তারপরও দর্শক আমাকে মনে রেখেছেন, সেটাই আনন্দের। এমন নয় যে কাজ করতে চাই না, তবে যেসব চরিত্রে অভিনয় করতে চাই, সেগুলোর প্রস্তাব খুব কম পাই।”
আপনার মতামত লিখুন :