হলিউড তারকা টম ক্রুজ ও কিউবান-স্প্যানিশ অভিনেত্রী আনা দে আরমাস
মাত্র নয় মাসের সম্পর্ক শেষে আলাদা পথে হাঁটলেন হলিউড তারকা টম ক্রুজ ও কিউবান-স্প্যানিশ অভিনেত্রী আনা দে আরমাস। ব্রিটিশ দৈনিক দ্য সান এর এক প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।
প্রতিবেদনটিতে বলা হয়, দু’জনের মধ্যে “স্পার্ক” বা আগ্রহ হারিয়ে যাওয়ায় তারা সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন। তবে বিচ্ছেদের পরও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখবেন তারা।
দ্য সান-কে এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, “টম ও আনা একসঙ্গে দারুণ সময় কাটিয়েছেন, কিন্তু তাদের সম্পর্কের অধ্যায়টি এখন শেষ। তারা ভালো বন্ধু হিসেবে সম্পর্ক বজায় রাখবেন, কিন্তু প্রেমিক-প্রেমিকার জায়গা থেকে সরে এসেছেন। তারা বুঝতে পেরেছেন, এই সম্পর্ক দীর্ঘমেয়াদে টিকবে না—বন্ধুত্বই তাদের জন্য ভালো।”
সূত্রটি আরও জানায়, “তাদের মধ্যে আগের মতো টান আর নেই, তবে একে অপরের সঙ্গ উপভোগ করেন।”
টম ক্রুজ ও আনা দে আরমাস নাকি একটি অতিপ্রাকৃত থ্রিলার ঘরানার সিনেমা “ডিপার”-এ একসঙ্গে কাজ করার পরিকল্পনা করেছিলেন। তবে তাদের ব্যক্তিগত সম্পর্ক পরিবর্তনের কারণে প্রকল্পটি “স্থগিত” হয়েছে—এমন গুঞ্জন ছড়ায়।
তবে সেই গুঞ্জন উড়িয়ে দিয়ে সূত্রটি বলেছে, “আনা ইতোমধ্যেই টমের পরবর্তী চলচ্চিত্রে কাস্ট হয়েছেন। তাই পেশাগতভাবে তারা একসঙ্গে কাজ চালিয়ে যাবেন।”
আপনার মতামত লিখুন :