মা হলেন পরিণীতি চোপড়া


admin প্রকাশের সময় : অক্টোবর ২০, ২০২৫, ৬:৫৬ পূর্বাহ্ণ /
মা হলেন পরিণীতি চোপড়া


অভিনেত্রী পরিণীতি চোপড়া ও তাঁর স্বামী, রাজনীতিক রাঘব চাড্ডার ঘরে এসেছে নতুন অতিথি। শনিবার রাতে দিল্লির একটি বেসরকারি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন এই জনপ্রিয় বলিউড তারকা। মা ও নবজাতক দুজনই সুস্থ আছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

প্রসবের সময় সারা রাত স্ত্রীর পাশে ছিলেন রাঘব চাড্ডা। খবরটি প্রকাশের পর থেকেই বলিউড ও রাজনৈতিক অঙ্গনে বইছে শুভেচ্ছার বন্যা। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে দম্পতিকে অভিনন্দন জানাচ্ছেন। নিজের ইনস্টাগ্রাম পেজে নবজাতকের আগমনের খবর নিশ্চিত করেছেন পরিণীতি ও রাঘব দুজনেই।

গত কয়েক সপ্তাহ ধরে অনুরাগীরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন সুখবরের জন্য। কয়েক দিন আগে তাঁকে দিল্লির একটি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে শনিবার রাতেই তিনি সন্তান জন্ম দেন। মূলত মুম্বাইয়ের বাসিন্দা হলেও রাঘবের সংসদীয় ও রাজনৈতিক কর্মকাণ্ড দিল্লিকেন্দ্রিক হওয়ায় গর্ভাবস্থার সময় পরিবারের পরামর্শে সেখানেই ছিলেন পরিণীতি।

২০২৩ সালে রাজস্থানের উদয়পুরে ঘটা করে বিয়ে করেন পরিণীতি ও আম আদমি পার্টির সংসদ সদস্য রাঘব চাড্ডা। বিয়ের পর রুপালি পর্দা থেকে কিছুটা দূরে সরে সংসার ও ভবিষ্যৎ পরিকল্পনায় মনোনিবেশ করেন তিনি। চলতি বছরের আগস্টে একটি কেকের ছবির মাধ্যমে ইনস্টাগ্রামে প্রথম জানান দেন- “১ + ১ = ৩”, অর্থাৎ সন্তান আগমনের সুখবর।

‘ইশকজাদে’, ‘হাসি তো ফাঁসি’ ও ‘সন্দীপ অউর পিঙ্কি ফারার’ -এর মতো জনপ্রিয় ছবির নায়িকা পরিণীতির ঘরে নতুন অতিথির আগমনে আনন্দে ভাসছে বলিউড। আয়ুষ্মান খুরানা, প্রিয়াঙ্কা চোপড়া, কৃতি স্যাননসহ অসংখ্য তারকা সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন নবীন দম্পতিকে।

এখনো সন্তানের নাম ঘোষণা করা হয়নি। তবে ‘বেবি চাড্ডা’কে ঘিরে ইতিমধ্যে শুরু হয়েছে ভক্তদের উচ্ছ্বাস ও প্রতীক্ষা।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস