ফাইল ছবি
দেশজুড়ে ডেঙ্গু পরিস্থিতি এখনও উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত এ রোগে আরও একজনের মৃত্যু হয়েছে, পাশাপাশি নতুন করে ৯৫০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
রোববার (১৯ অক্টোবর) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত সর্বাধিক রোগী শনাক্ত হয়েছে বরিশাল বিভাগে—১৯১ জন। চট্টগ্রাম বিভাগে ১১৮, ঢাকা বিভাগে ১৩২, ঢাকা উত্তর সিটিতে ১৫৪, দক্ষিণ সিটিতে ১২৯, খুলনা বিভাগে ৬৭, ময়মনসিংহ বিভাগে ৫৬, রাজশাহী বিভাগে ৮৩ এবং রংপুর বিভাগে ২০ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ২৪৫ জন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৫৯ হাজার ৮৪৯ জন রোগী।
স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, বর্ষা-পরবর্তী সময়ে এখনো বিভিন্ন অঞ্চলে এডিস মশার প্রজনন বিস্তৃত থাকায় সংক্রমণ ঝুঁকি রয়ে গেছে। তারা সবাইকে ঘরের ভেতর ও আশপাশে জমে থাকা পরিষ্কার পানিতে মশার লার্ভা ধ্বংসে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :