ফাইল ছবি
দেশে ডেঙ্গু পরিস্থিতি আবারও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত এই রোগে আরও চারজনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫৩ জনে।
মঙ্গলবার (২১ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সারাদেশে ৮১৪ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
এর মধ্যে ঢাকা মহানগরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২৭৭ জন, ঢাকার বাইরে ১২৪ জন। অন্যান্য বিভাগে ভর্তি রোগীর সংখ্যা হলো—বরিশাল ১২৬, চট্টগ্রাম ১১৪, খুলনা ৪১, ময়মনসিংহ ৪৬, রাজশাহী ৪০, রংপুর ৪১ এবং সিলেট বিভাগে ৫ জন।
চলতি বছর এখন পর্যন্ত ৬১ হাজার ৬০৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, জানায় স্বাস্থ্য অধিদফতর। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, আবহাওয়ার পরিবর্তন এবং অপর্যাপ্ত মশা নিয়ন্ত্রণ কার্যক্রম ডেঙ্গুর সংক্রমণ বাড়িয়ে দিচ্ছে।
আপনার মতামত লিখুন :