চট্টগ্রামে হাতকড়া নিয়েই পালালেন আসামি


anika প্রকাশের সময় : সেপ্টেম্বর ২২, ২০২৫, ৬:৩৫ অপরাহ্ণ /
চট্টগ্রামে হাতকড়া নিয়েই পালালেন আসামি

সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরের দিকে পাঠানটুলি এলাকার গায়েবী মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

পালিয়ে যাওয়া ওই আসামির নাম মো. মাহবুব আলম। তিনি একই এলাকার জাফর সওদাগর বাড়ির বাসিন্দা। তিনি মাদকসহ একাধিক মামলার আসামি।

স্থানীয় সূত্রে জানা গেছে,  দুপুরে পাঠানটুলি গায়েবী মসজিদের সামনে থেকে মাহাবুবকে হাতকড়া পড়িয়ে পুলিশের গাড়িতে উঠানো হয়। একপর্যায়ে উপস্থিত কয়েকজনের সঙ্গে পুলিশের তর্কাতর্কি শুরু হয়। এ সুযোগে লুঙ্গি পরিহিত মাহবুব লুঙ্গি ফেলে গাড়ি থেকে পালিয়ে যান। পরে তাকে না পেয়ে তার ছোট ভাই মোজাহিদকে ধরে নিয়ে যায় পুলিশ।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (ডবলমুরিং) কাজী মো. বিধান আবিদ ঢাকা পোস্টকে বলেন, বিষয়টি আমার জানা নেই। আমি দুইদিন ধরে ঢাকায় ট্রেনিংয়ে আছি।

এ বিষয়ে জানতে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আজাদ ও পরিদর্শক (তদন্ত) আরিফ ফয়সালকে মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তাদের সাড়া পাওয়া যায়নি।

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) শ্রীমা চাকমা ভারপ্রাপ্ত কর্মকর্তার বরাত দিয়ে জানান, আমি তো আর ঘটনাস্থলে ছিলাম না। ওসি জানালেন, তিনি মাদক সংক্রান্ত একটি অভিযানে আছেন।