ইলিশের ডিমের কেজি ৪২০০ টাকা


admin প্রকাশের সময় : আগস্ট ২৪, ২০২৫, ৬:৪২ অপরাহ্ণ /
ইলিশের ডিমের কেজি ৪২০০ টাকা

আনোয়ারুল হক, চাঁদপুর

চাঁদপুরের ইলিশের খ্যাতি দেশজুড়ে। দেশের বাইরেও রয়েছে এর ব্যাপক চাহিদা। মাছের পাশাপাশি ইলিশের ডিমের চাহিদাও কম নয়। সাগর ও নদী থেকে ইলিশের আমদানি কম হওয়ায় এবার বেড়েছে ডমের দামও। এক কেজি ডিম বিক্রি হচ্ছে ৪ হাজার থেকে ৪ হাজার ২০০ টাকায়। দাম শুনেই অনেক ক্রেতা ফিরে যাচ্ছেন খালি হাতে।