ওমানে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত


anika প্রকাশের সময় : অক্টোবর ৮, ২০২৫, ৯:৫৯ অপরাহ্ণ /
ওমানে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত

ওমানের দুকুম নামে একটি এলাকায় সড়ক দুর্ঘটনায় সাতজন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন বলে খবর মিলেছে। তারা সবাই চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সারিকাইত ইউনিয়নের বাসিন্দা।

বুধবার (৮ অক্টোবর) দুপুরে সাগরে কাজ শেষে মাইক্রোবাসযোগে বাসায় ফেরার পথে তাদের গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। এতে দুর্ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়।

নিহতদের মধ্যে এ পর্যন্ত তিনজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন—সারিকাইত ইউনিয়নের ২ নং ওয়ার্ডের আলী কব্বর সেরাংয়ের ছেলে আমিন সওদাগর, ৪ নং ওয়ার্ডের শহিদুল্লাহর ছেলে আরজু এবং ২ নং ওয়ার্ডের ইব্রাহীম মেস্তুরীর ছেলে রকি।

মধ্যপ্রাচ্যের দেশ ওমান হলো বাংলাদেশিদের অন্যতম বৈদেশিক শ্রমবাজার। প্রচুর বাংলাদেশি দেশটিতে কাজ করেন।