পাবনায় চাঁদাবাজির অভিযোগে সাংবাদিক গ্রেপ্তার


editor প্রকাশের সময় : মার্চ ১৪, ২০২৫, ৭:৪১ অপরাহ্ণ /
পাবনায় চাঁদাবাজির অভিযোগে সাংবাদিক গ্রেপ্তার

পাবনা প্রতিনিধি : এক ব্যবসায়ীকে সংবাদ প্রকাশের হুমকি দিয়ে চাঁদাবাজির অভিযোগে এটিএন বাংলার পাবনা প্রতিনিধি মোবারক বিশ্বাসকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ । এর আগেও তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে পাঁচটি মামলা রয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে পাবনা পৌর এলাকার রাধানগর ময়দানপাড়ার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মোবারক বিশ্বাস ময়দানপাড়ার মৃত আব্দুস সামাদ বিশ্বাসের ছেলে এবং এটিএন বাংলা ও দৈনিক খবরপত্রের পাবনা প্রতিনিধি। তার বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক, প্রতারণা, মারধরসহ নানা অভিযোগে পাঁচটি মামলা রয়েছে। এ নিয়ে ছয়টি মামলার আসামি হলেন তিনি।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২২ ফেব্রুয়ারি পাবনার কোমরপুরের তামান্ন এন্টারপ্রাইজের মালিক তোফাজুল বিশ্বাসের কাছে সংবাদ প্রকাশের হুমকি দিয়ে বিপুল অংকের টাকা দাবি করেন মোবারক বিশ্বাস। টাকা দিতে অস্বীকার করলে অস্ত্র দেখিয়ে হত্যার হুমকিও দেন।

বিষয়টি নিশ্চিত করে পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, মোবারক বিশ্বাসের বিরুদ্ধে আমরা একটি চাঁদাবাজির অভিযোগ পেয়েছি। সেই অভিযোগে তার নিজ বাসা থেকে তাকে দুপুরে গ্রেপ্তার করা হয়েছে।

পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম বলেন, মোবারক বিশ্বাস মূলধারার সংবাদিক না। সে মূল ধারার সাংবাদিক হওয়ার চেষ্টাও কোনো দিন করেনি। সে অপসাংবাদিকতা করে বেড়ায়। পাবনা প্রেসক্লাব সব সময় অপসাংবাদিকতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তার অপকর্মের দায় পাবনার কোনো সাংবাদিক নেবে না।