‘খারাপ সময়, আবেগ সবটাই অভিজ্ঞতা’


editor প্রকাশের সময় : মে ৯, ২০২৫, ৫:১২ অপরাহ্ণ /
‘খারাপ সময়, আবেগ সবটাই অভিজ্ঞতা’

অনলাইন ডেস্ক : ভারতীয় ফ্যাশন আইকন, শিল্প সংগ্রাহক এবং সমাজসেবী শালিনী পাসি। ‘দ্য ফ‍্যাবিউলাস লাইভস অফ বলিউড ওয়াইফস’ শো-এর মাধ্যমে যিনি পরিচিত মুখ হয়ে উঠেছেন অনেকের কাছেই। ফ্লো এবং ওয়াইফ্লো-এর একটি অনুষ্ঠানে যোগ দিতে কলকাতা গিয়েছিলেন তিনি।

ব্যস্ত শিডিউলের ফাঁকেই এক সাক্ষাৎকারে তিনি কথা বলেছেন তার বহুমুখী জীবন, ফিটনেস রুটিন, মানসিক স্বাস্থ্য এবং সোশ্যাল মিডিয়া ট্রোলিংয়ের মতো নানা বিষয়ে।

‘দ্য ফ‍্যাবিউলাস লাইভস অফ বলিউড ওয়াইফস’ শো-এর পর জীবনে কতটা পরিবর্তন এসেছে সে বিষয়ে শালিনী বলেন, ‘প্রথমদিকে তেমন পার্থক্য না এলেও ধীরে ধীরে মানুষের প্রচুর ভালোবাসা ও উৎসাহ পেয়েছি।’

অনেকে নাকি তার জীবনযাপন ও ভাবনা থেকে অনুপ্রাণিত হয়েছেন, যা তার কাছে বড় প্রাপ্তি। বলিউডে অভিষেকের বিষয়ে তার ভাষ্য, ‘পরিকল্পনা তো অবশ্যই আছে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত এলে সোশ্যাল মিডিয়ায় নিজেই পোস্ট জানাবো।’

মানসিক অবসাদ বা ডিপ্রেশন হলে নিজেকে শান্ত রাখেন কীভাবে? এই প্রশ্নের উত্তরে শালিনী অকপটে বলেন, ‘আমারও ডিপ্রেশন হয়।’ তবে তিনি খুব বেশি ভাবেন না। মনের মধ্যে যা চলছে তা নিয়ে ভাবতে বসলেই সমস্যা বাড়ে। তার মতে, সময় সব ঠিক করে দেয়, শুধু সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা চালিয়ে যেতে হবে।

তিনি আরও বলেন, ‘আমি ভীষণ ভাবে বিশ্বাসী। তা ছাড়া জীবনের প্রতিটি ভুল, খারাপ সময়, আবেগ সবটাই তো এক একটি অভিজ্ঞতা। সব কিছু নিয়েই তো আমি। আমি কিচ্ছু পরিবর্তন করতে পারব না, বদলাতে চাইও না।’