স্টাফ রিপোর্টার : রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সাবেক এমপি ওমর ফারুক চৌধুরীর ‘বডিগার্ড’ কাউসার আহমেদ বাবুকে (৩৭) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে তানোর থানা-পুলিশের একটি দল। বাবুর বাড়ি জেলার তানোর পৌরসভার আমশো মহল্লায়। বাবার নাম মৃত মফিজ উদ্দিন।
জানা গেছে, কাউসার আহমেদ বাবু বিডিআর সদস্য ছিলেন। বিডিআর বিদ্রোহের অভিযোগে তিনি চাকরিচ্যুত হয়েছিলেন। এরপর এলাকায় ফিরে তিনি তৎকালীন এমপি ওমর ফারুক চৌধুরীর ঘনিষ্ঠ হয়ে ওঠেন। অস্ত্র চালানোর অভিজ্ঞতা থাকায় ফারুক চৌধুরী তাঁকে অঘোষিত ‘গানম্যান’ হিসেবে সঙ্গে রাখেন।
গত ৫ আগস্টের আগেও তাঁকে সব সময় ফারুক চৌধুরীর সঙ্গে দেখা যেত। ওই সময় তাঁর কোমরে একটি পিস্তল থাকত। এলাকায় তিনি ফারুক চৌধুরীর ‘বডিগার্ড’ হিসেবে পরিচিত। বাবু যে পিস্তল ব্যবহার করতেন, সেটি তাঁর নিজের নাকি ফারুক চৌধুরীর লাইসেন্স করা আগ্নেয়াস্ত্র, তা নিশ্চিত হওয়া যায়নি। গ্রেপ্তারের সময় তাঁর কাছে কোনো অস্ত্র পাওয়া যায়নি।
এ বিষয়ে তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, “কাউসার আহমেদ বাবু সাবেক এমপি ফারুক চৌধুরীর গানম্যান কিংবা বডিগার্ড কি না, তা জানি না। তবে তাঁর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তাঁর বিরুদ্ধে ছাত্র-জনতার ওপর হামলার মামলা আছে। তিনি আত্মগোপনে ছিলেন। এলাকায় ফেরার খবর পেয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে আদালতে তোলা হবে।”
কাউসার আহমেদ বাবুর অস্ত্রের বিষয়ে ওসি বলেন, “সেটা আমরা জানতে পারিনি। তাঁর কাছ থেকে কোনো অস্ত্রও উদ্ধার হয়নি। তবে এটা শুনেছি। আমরা বিষয়টা তদন্ত করে দেখব।”
আপনার মতামত লিখুন :