নগরীতে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার


editor প্রকাশের সময় : মে ৯, ২০২৫, ৬:২০ অপরাহ্ণ /
নগরীতে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা এলাকায় র‌্যাব-৫ এর অভিযানে হেরোইনসহ দুই চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (৯ মে) দিবাগত রাত সোয়া ১২ টার দিকে কাশিয়াডাঙ্গা থানার আলীগঞ্জ আদর্শগ্রাম এলাকায় অভিযান চালিয়ে আলীগঞ্জ গ্রামের মুনসুর আলীর ছেলে পলাশ আলী (৩৫) ও গোলাপ হোসেনের ছেলে রাকিব হোসেন (৩০)-কে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৬০ গ্রাম হেরোইন জব্দ করা হয়।

র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে হেরোইন, ফেনসিডিল, গাঁজা ও ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক সংগ্রহ করে মহানগরীর বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি বিক্রি করে আসছিল।

তাদের বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।