অনলাইন ডেস্ক : ওপার বাংলার অভিনেত্রী অনামিকা চক্রবর্তী। শেষ নায়িকা হিসেবে ‘এখানে আকাশ নীল’ ধারাবাহিক নাটকে অভিনয় করতে দেখা গেছে। ২০২০ সালে সম্প্রচারিত হয়েছিল ধারাবাহিকের শেষ পর্ব। তারপর ‘সান বাংলা’র একটি ধারাবাহিকে নায়িকাকে দেখা গেলেও তা খুব একটা প্রভাব ফেলেনি অভিনেত্রীর ক্যারিয়ারে।
এই পাঁচ বছরে অনেক কিছু পরিবর্তন হয়েছে। অভিনেতা উদয়প্রতাপ সিংহের সঙ্গে ঘরে বেঁধেছেন অনামিকা। ভক্ত-অনুরাগী থেকে শুরু করে দর্শকদের মাঝে অনেকের প্রশ্ন কেন তিনি ছোট পর্দা থেকে দূরে? তবে নিয়মিত ছোট পর্দায় তাকে দেখা না গেলেও তার রোজনামচা এখন দর্শকের হাতের মুঠোয়।
নিজের প্রতিদিনের খুঁটিনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে পাতায় পোস্ট করেন অনামিকা। বলা যেতে বাকিদের মতো তিনি এখন ‘ব্লগার’। তবে কি অভিনয় ছেড়ে ব্লগিং অনামিকার নতুন পেশা?
ভারতীয় এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘এক মাসও হয়নি। দর্শকের থেকে আমি যা ভালোবাসা পাচ্ছি, তাই ব্লগিং খুবই উপভোগ করছি। আর সঙ্গে ভালো আয় হচ্ছে, কেন করব না?’ তবে অভিনয়টাও যে সেই সঙ্গে চালিয়ে যেতে চান তিনি সে কথাও স্বীকার করেছেন।
কিন্তু ‘এখানে আকাশ নীল’ ধারাবাহিকের পর আর সেভাবে কেন তাকে পর্দায় দেখা গেল না? এ বিষয়ে অভিনেত্রীর ভাষ্য, ‘সত্যি বলছি আমার হাতে এখন কাজ নেই। আর ওজনের জন্য যদি আমার কাজ পাওয়া না পাওয়া নির্ভর করে তা হলে আমার কিছু যায় আসে না। জীবনে অনেক কিছু দেখে ফেলেছি।’
মাঝে কিছু ছোট চরিত্রের সুযোগ এসেছিল তার কাছে। কিন্তু এখন সেভাবে কোনও নতুন কাজের সুযোগ নেই। তিনি বলেন, ‘কাউকে ভয় পাই না আমি। হাতে কাজ নেই এখন। ভ্লগ করছি, ভালো আছি। তাতে কেউ আমায় নতুন কোনও সুযোগ দিলে ভালো। না হলেও ঠিক আছে।’
আপনার মতামত লিখুন :