সাবেক ডিআইজি নুরুল ইসলামের সহযোগী আল-মামুন আটক


editor প্রকাশের সময় : মে ৯, ২০২৫, ৬:৪১ অপরাহ্ণ /
সাবেক ডিআইজি নুরুল ইসলামের সহযোগী আল-মামুন আটক

স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের ওমরপুর গ্রামে থেকে সাবেক ঢাকা রেঞ্জের ডিআইজি নুরুল ইসলামের ঘনিষ্ঠ সহযোগী আল মামুনকে আটক করেছে পুলিশ। বুধবার (৮ মে) রাতে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

আটক আল মামুন শিবগঞ্জ উপজেলার উমরপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও শ্যামপুর ইউনিয়ন পরিষদের সদস্য মফিজ উদ্দিনের ছেলে।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া জানান, উপজেলার মর্দানা গ্রামে দায়েরকৃত একটি বিস্ফোরক আইনের মামলায় দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন আল মামুন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

আটকের পর তাকে থানায় নেওয়া হয়েছে এবং আইনানুগ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হবে বলেও জানান তিনি।