অনলাইন ডেস্ক : আইপিএলের গেল কয়েক আসরে বড় প্রশ্ন ছিল কবে অবসর নেবেন মহেন্দ্র সিং ধোনি। চলমান আসরে ইতোমধ্যে বিদায় নিশ্চিত হয়ে গেছে ধোনির চেন্নাই সুপার কিংসের। নিজের ছায়া হয়ে আছেন ভারতীয় সাবেক এই উইকেটরক্ষক ব্যাটারও। এরই মধ্যে সমালোচনার ঝড় উঠেছে। এই বয়সেও খেলা চালিয়ে যাওয়া নিয়ে ধোনিকে তোপ দাগছেন কেউ কেউ।
নতুন জল্পনা ছিল, এবার সত্যি সত্যি শোকেসে উঠছে ধোনির ব্যাট। কিন্তু উল্টো ইঙ্গিতই দিলেন ভারতের সফলতম এই অধিনায়ক। এখনই অবসরের সিদ্ধান্ত নেননি বলে জানিয়েছেন ধোনি।
আগামী জুলাইয়ে ৪৪ বছর বয়সে পা দিতে যাওয়া ধোনি জানান, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এ মাসে শেষ হওয়ার পর অবসরের সিদ্ধান্ত নিতে তাড়াাহুড়া করবেন না। ৪৪ বছর বয়সে শরীর ক্রিকেটের চাপ নিতে পারবে কিনা সেটি দেখবেন তিনি।
নিজেদের সর্বশেষ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ২ উইকেটে জয় পায় ধোনির চেন্নাই সুপার কিংস। ম্যাচের শেষ দিকে ১টি ছক্কায় ১৮ বলে অপরাজিত ১৭ রান করে চেন্নাইয়ের জয়ে অবদান রাখেন ধোনি। এবারের আইপিএলের প্লে-অফের দৌড় থেকে আগেই ছিটকে পড়েছে চেন্নাই। আর মাত্র ২টি ম্যাচ আছে চেন্নাইয়ের। ক্রিকেট বিশেষজ্ঞদের ধারণা এই দুই ম্যাচ দিয়ে শেষ হতে যাচ্ছে ধোনির ক্যারিয়ার।
কিন্তু ধোনি বলেন, ‘এই আইপিএল শেষ হবার পর আমাকে আরও ছয় থেকে আট মাস কঠোর পরিশ্রম করতে হবে। আমার শরীর ক্রিকেটের চাপ নিতে পারে কিনা তা দেখার জন্য। তাই এখনই সিদ্ধান্ত নেওয়ার কিছু নেই।’
কলকাতা-চেন্নাই ম্যাচে দর্শকদের কেন্দ্রবিন্দুতে ছিলেন ২০১১ সালের বিশ্বকাপজয়ী ভারতীয় অধিনায়ক ধোনি। স্টেডিয়ামে দর্শকদের উপস্থিতি মন ছুঁয়েছে ধোনির। তিনি বলেন, ‘আমি যে ভালোবাসা এবং আবেগ দেখেছি তা অসাধারণ। তাদের অনেকেই জানে না কখন আমার ক্যারিয়ারের শেষ ম্যাচ হবে। তাই আমার খেলা দেখতে আসতে চায় তারা।’
ভারতের হয়ে ২০১৯ সালে সর্বশেষ খেলেছেন ধোনি। ২০২০ সালের আগস্টে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন তিনি।
আপনার মতামত লিখুন :