অনলাইন ডেস্ক : শেষবার কবে একটি ইতালিয়ান দল চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয় করেছিল? কিংবা যদি প্রশ্ন হয় শেষ কবে ফ্রান্সের কোনো দল ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সর্বোচ্চ শিরোপা পেয়েছিল? ফুটবলের খুব একনিষ্ঠ ভক্ত না হলে উত্তর দেওয়া একটু কঠিন হওয়ার কথা।
চ্যাম্পিয়ন্স লিগের সাম্প্রতিক সময়টায় কেবলই স্পেন এবং ইংল্যান্ডের ক্লাবগুলোর রাজত্ব। মাঝে ২০২০ সালের আসর বাদ দিলে ২০১৪ সালের পর থেকে কখনও ইংল্যান্ড নয়তো স্পেনের কোনো ক্লাবের কাছে গেছে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা। বড় পরিসরে চিন্তা করলে ২০১০ আসরের পর থেকে বায়ার্ন মিউনিখ ছাড়া আর কেউই চ্যাম্পিয়ন্স লিগে ইংলিশ কিংবা স্প্যানিশ ক্লাবের দাপটে ভাগ বসাতে পারেনি।
তবে এবার সেই চক্র ভাঙছে তা নিশ্চিত। বার্সেলোনাকে নাটকীয় এক সেমিফাইনালে হারিয়ে ২০২৫ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে নিজেদের জায়গা নিশ্চিত করেছে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান। আর আর্সেনালকে বিদায় করে ফাইনালের টিকিট পেয়েছে ফ্রান্সের প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি)।
এর এরই মাধ্যমে নিশ্চিত হলো ২১ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে থাকছে না জার্মানি, ইংল্যান্ড কিংবা স্পেনের কোনো ক্লাব। সবশেষ ২০০৪ সালে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল এমন দৃশ্যের স্বাক্ষী হয়েছিল। সেবার পর্তুগালের ক্লাব পোর্তো এবং ফ্রেঞ্চ লিগের ক্লাব মোনাকো অংশ নিয়েছিল ফাইনালে।
আর ২০২৫ সালের এই ফাইনাল দিয়েই যেকোনো এক দেশের দীর্ঘ অপেক্ষার শেষ হবে। ২০১০ সালে সবশেষ ইতালিয়ান ক্লাব হিসেবে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল এই ইন্টার মিলানই। সেবার বায়ার্ন মিউনিখকে তারা হারিয়েছিল ২-০ গোলে। আর ফ্রান্স থেকে একমাত্র দল হিসেবে অলিম্পিক মার্শেই চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল ১৯৯৩ সালে। জার্মানিতেই তারা শিরোপা জিতেছিল এসি মিলানকে হারিয়ে।
আপনার মতামত লিখুন :