পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টা মামলায় আফজাল হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল সোমবার (১০ মার্চ) দিবাগত রাতে ঢাকার সাভার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আফজাল পাবনা সদর উপজেলার গয়েশপুর হাসপাতালপাড়া গ্রামের বিলাত হোসেনের ছেলে।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২১ ফেব্রুয়ারি বিকেল ৪টার দিকে শিশুটি তার মায়ের সঙ্গে গয়েশপুর হাসপাতালপাড়ায় ঘাস কাটতে যায়। এ সময় তাকে ভুলিয়ে নিজ বাড়িতে নিয়ে যায় আফজাল। সেখানে তিনি শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় ছোট বোনকে খুঁজতে গিয়ে ঘটনা দেখতে পায় বড় বোন। পরে অভিযুক্ত আফজাল পালিয়ে যান।
ঘটনার পর ভুক্তভোগী শিশুটির পরিবার পাবনা সদর থানায় গত ২৫ ফেব্রুয়ারি নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করে। মামলা নম্বর ৫০।
মামলার পর অভিযুক্ত আসামি আফজালকে গ্রেপ্তারে মাঠে নামে পুলিশ। বিভিন্ন স্থানে অভিযান চালায়। একপর্যায়ে ঢাকার সাভার এলাকা থেকে সোমবার রাতে তাতে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
ওসি সালাম আরও জানান, আসামিকে জিজ্ঞাসাবাদ শেষে আজ মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন :