ঢালিউডে নতুন জুটি আসছে- শাকিব খান ও তাসনিয়া ফারিণ। চার মাস আগেই মঞ্চে প্রকাশ করেছিলেন একসঙ্গে কাজ করার ইচ্ছা, আর এবার সেই ইচ্ছা পূরণের পথে।
শাকিব খানের পরবর্তী সিনেমা ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’তে তিন নায়িকার একজন হিসেবে ফারিণের নাম প্রায় নিশ্চিত। ইতিমধ্যে পরিচালক ও প্রযোজকের সঙ্গে প্রাথমিক আলোচনা শেষ হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যেই আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা।
ঘটনাটি শুরু হয়েছিল মেরিল-প্রথম আলো পুরস্কার অনুষ্ঠানের মঞ্চে। উপস্থাপক হিসেবে তাসনিয়া ফারিণ ও আফরান নিশো দায়িত্বে ছিলেন। পুরস্কার নিতে মঞ্চে উঠলে শাকিব খানের দিকে তাকিয়ে ফারিণ বলেন, “ভাইয়া, আপনি অনেক সিনেমা করছেন। আমারও একটা সিনেমা আসছে সামনে। প্লিজ, আপনার নেক্সট সিনেমায় আমি কি অডিশন দিতে পারি?”
ফারিণের কথা শুনে নিশো মজার ছলে বলেন, “তাই নাকি? এখন তাকে দেখে কাজ করতে হবে?” আর সঙ্গে সঙ্গে ফারিণের জবাব, “ওমা! শাকিব খানের সঙ্গে কাজ করার স্বপ্ন তো সবারই থাকে। তোমার সঙ্গে কাজ করার স্বপ্ন কার?”
মঞ্চেই শাকিব খান হাসিমুখে জবাব দেন, “তোমার অডিশন লাগবে না।” আর সেই কথাই এবার সত্যি হতে চলেছে।
‘প্রিন্স’ সিনেমাটি পরিচালনা করছেন আবু হায়াত মাহমুদ। জানা গেছে, চরিত্রটি ফারিণেরও পছন্দ হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করা হবে। তবে এ বিষয়ে এখনই মুখ খুলছে না পরিচালক, প্রযোজনা প্রতিষ্ঠান বা ফারিণ নিজে।
এই সিনেমায় ফারিণের পাশাপাশি থাকছেন ভারতীয় অভিনেত্রী ইধিকা পাল, যিনি শাকিব খানের সঙ্গে এর আগেও প্রিয়তমা ও বরবাদ সিনেমায় অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন। ‘প্রিন্স’ হবে তাঁর সঙ্গে শাকিবের তৃতীয় ছবি, আর ফারিণের জন্য হবে প্রথম।
তাসনিয়া ফারিণ ১০ বছরের বেশি সময় ধরে ছোট পর্দা ও ওটিটি প্ল্যাটফর্মে নিজের অবস্থান তৈরি করেছেন। ২০২৩ সালে টালিউডে আরও এক পৃথিবী সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তাঁর। আর এ বছরের ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত ইনসাফ সিনেমার মাধ্যমে ঢালিউডে যাত্রা শুরু করেন তিনি। এবার সুপারস্টার শাকিব খানের বিপরীতে বড় বাজেটের একটি ছবিতে অভিনয়ের সুযোগ পাচ্ছেন এই জনপ্রিয় অভিনেত্রী।
আপনার মতামত লিখুন :