‘সুপারস্টারের বাইরেও একজন বাবা হিসেব শাহরুখ আমাকে বেশি ছুঁয়েছেন’


admin প্রকাশের সময় : অক্টোবর ৩, ২০২৫, ১১:৫৭ পূর্বাহ্ণ /
‘সুপারস্টারের বাইরেও একজন বাবা হিসেব শাহরুখ আমাকে বেশি ছুঁয়েছেন’


বলিউডে ছোট-বড় নানা চরিত্রে দেখা গেলেও এত দিন সেভাবে পরিচিতি পাননি অভিনেত্রী আনিয়া সিং। তবে নেটফ্লিক্সের আলোচিত সিরিজ ‘দ্য ব্যা***ডস অব বলিউড’-এ অভিনয়ের মাধ্যমে এবার আলোচনায় উঠে এসেছেন তিনি। বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে দারুণ জনপ্রিয় হয়ে উঠেছেন আনিয়া।

খ্যাতির পথে নতুন মোড়

যশ রাজ ফিল্মস প্রযোজিত ‘কয়েদি ব্যান্ড’ ছবিতে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন আনিয়া। পরে ‘খো গায়ে হাম কাহাঁ’ ও ‘স্ত্রী ২’–এও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন। প্রশংসা পেলেও আলোচনার কেন্দ্রবিন্দুতে আসতে পারেননি। শেষ পর্যন্ত ‘দ্য ব্যা***ডস অব বলিউড’-এর সানিয়া চরিত্র তাঁকে এনে দিয়েছে ব্যাপক জনপ্রিয়তা। দর্শকেরা উজাড় করে ভালোবাসছেন তাঁর অভিনয়।

চরিত্র নিয়ে অভিজ্ঞতা

সম্প্রতি এক সাক্ষাৎকারে আনিয়া বলেন, “আমি নতুন নতুন চরিত্রে কাজ করতে ভালোবাসি। ‘খো গায়ে হাম কাহাঁ’-তে ‘লালা’ চরিত্রে অভিনয় আমার জীবনের সবচেয়ে চ্যালেঞ্জিং কাজ ছিল। লালা আমার থেকে সম্পূর্ণ ভিন্ন। কিন্তু সেটে গিয়ে যেন সত্যিই লালায় রূপান্তরিত হয়েছিলাম।”

‘স্ত্রী ২’ ছবিতে ‘চিট্টি’ চরিত্রে অভিনয়ের সময়ও ভাষা ও উচ্চারণে আলাদা প্রস্তুতি নিতে হয়েছিল বলে জানান তিনি।

শাহরুখ খানকে ঘিরে অনুভূতি

এই সিরিজের মাধ্যমে আনিয়ার কাছ থেকে দেখার সুযোগ হয় শাহরুখ খানের। কিং খানের প্রতি নিজের মুগ্ধতার কথা জানাতে গিয়ে আনিয়া বলেন, “সুপারস্টার শাহরুখের বাইরেও একজন বাবা হিসেবে তিনি আমাকে বেশি ছুঁয়েছেন। কয়েক বছর আগে আমি বাবাকে হারিয়েছি। শাহরুখ স্যারের সন্তানদের সঙ্গে সম্পর্ক আমাকে বাবার কথা মনে করিয়ে দিত।”

তিনি আরও বলেন, “শাহরুখ স্যার সবার সঙ্গে এমন আচরণ করেন যে, সামনে থাকা মানুষটা বিশেষ বোধ করে। তিনি জানেন কীভাবে মানুষকে যথাযথ সম্মান দিতে হয়।”

সামনে আরও সুযোগ

‘দ্য ব্যা***ডস অব বলিউড’-এর সাফল্যের পর সমালোচকরা বলছেন, আনিয়ার সামনে খুলে যাবে আরও অনেক সুযোগের দরজা। তরুণ প্রজন্মের হৃদয় জয় করে নেওয়া এই অভিনেত্রীকে ঘিরে এখন প্রত্যাশা আরও বাড়ছে।