ঢালিউডের জনপ্রিয় নায়িকা পরীমনি সবসময়ই থাকেন আলোচনায়। কখনো সিনেমা, কখনো ব্যক্তিজীবন—সব কিছুই তিনি ভক্তদের সঙ্গে ভাগ করে নেন সামাজিক যোগাযোগমাধ্যমে। এবারও তার ব্যতিক্রম হয়নি।
বুধবার (১ অক্টোবর) সকালে ফেসবুকে একটি ভিডিও শেয়ার করেন তিনি। সেখানে দেখা যায়, বোরকা পরে দুই সন্তানকে নিয়ে গাড়িতে উঠেছেন পরী। পথে সন্তানদের সঙ্গে গল্প করছেন, হাসছেন আর আদর করছেন। পরে হাসপাতালে গিয়ে দুই সন্তানকে টিকা দেন তিনি।
ভিডিওটির ক্যাপশনে পরীমনি লেখেন-আজকে দুজনের ভ্যাকসিন ছিল। এটা হলো ছোটখাটো একটা যুদ্ধের মতো। আজকে আমার ছোট্ট টিয়া পাখিটা (প্রিয়ম) বেশি কান্না করে নাই। বড় জনকে দেখেন, কী করে।
ভিডিওটি ছড়িয়ে পড়তেই ভক্তরা প্রশংসায় ভরিয়ে দেন পরীমনিকে। অনেকেই তার বোরকা পরা লুক দেখে লিখেছেন—“মাশাআল্লাহ, খুব সুন্দর লাগছে।” কারও মন্তব্য—“হিজাব-নিকাবে আরও বেশি সুন্দর।”
শুধু সন্তানের টিকা দেওয়ার মুহূর্ত নয়, মা হিসেবে পরীমনির এ রূপ ভক্তদের মন কেড়েছে নতুনভাবে।
আপনার মতামত লিখুন :