নিকোল কিডম্যান ও কিথ আরবান
হলিউডের অন্যতম জনপ্রিয় দম্পতি অস্কারজয়ী অভিনেত্রী নিকোল কিডম্যান ও গ্র্যামি জয়ী গায়ক কিথ আরবান বিচ্ছেদের পথে হাঁটছেন বলে খবর প্রকাশ করেছে মার্কিন বিনোদনভিত্তিক গণমাধ্যম টিএমজেড।
৫৮ বছর বয়সী কিডম্যান ও ৫৭ বছর বয়সী আরবানের পরিচয় হয় ২০০৫ সালে লস অ্যাঞ্জেলেসের একটি গালা অনুষ্ঠানে। মাত্র এক বছরের মাথায় তারা বাগদান সম্পন্ন করেন এবং ২০০৬ সালের জুনে অস্ট্রেলিয়ার সিডনিতে বিয়ে করেন। দাম্পত্য জীবনে তাদের দুটি কন্যা সন্তান রয়েছে— সানডে রোজ (১৭) ও ফেইথ মার্গারেট (১৪)।
শুরু থেকেই এই সম্পর্ক ছিল আলোচনায়। আরবানের মদ্যপানের সমস্যায় কিডম্যান হস্তক্ষেপ করলে গায়ক পুনর্বাসন কেন্দ্রে ভর্তি হন। পরে আরবান প্রকাশ্যে স্বীকার করেন, তার স্বাভাবিক জীবনে ফেরার পেছনে কিডম্যানের অবদান ছিল সবচেয়ে বেশি। এমনকি ২০১০ সালে অপরাহ উইনফ্রের শোতে তিনি বলেছিলেন, “নিক আমাকে জীবন নতুনভাবে দেখতে শিখিয়েছে, এ সময়টিই আমার জীবনের সেরা সময়।”
প্রায় দুই দশকের দাম্পত্যে তারা লালগালিচার অন্যতম আকর্ষণ ছিলেন। পুরস্কার মঞ্চ হোক কিংবা বড় আয়োজন—সব জায়গায় একসাথে দেখা গেছে তাদের। কিডম্যানের এএফআই লাইফ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড অনুষ্ঠানে গত বছর আরবানকে মঞ্চে পাশে পাওয়াটা ছিল বিশেষ মুহূর্ত।
তবে সাম্প্রতিক সময়ে তাদের মধ্যে দূরত্ব বেড়েছে বলে খবর ছড়িয়েছে। যদিও আনুষ্ঠানিকভাবে কেউ বিচ্ছেদ নিশ্চিত করেননি।
ক্যারিয়ারের দিক থেকেও দুজনই শীর্ষে রয়েছেন। ২০২৪ সালে ফোর্বসের তালিকায় নিকোল কিডম্যান ছিলেন বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী। চলচ্চিত্র ও টিভি—দুই মাধ্যমেই সমান জনপ্রিয় তিনি। ‘বিগ লিটল লাইস’, ‘নাইন পারফেক্ট স্ট্রেঞ্জারস’ ও ‘দ্য পারফেক্ট কাপল’ তার সাম্প্রতিক আলোচিত কাজ। কিডম্যানের প্রথম বিয়ে হয়েছিল টম ক্রুজের সঙ্গে, যা ২০০১ সালে বিচ্ছেদে গড়ায়।
অন্যদিকে, কিথ আরবান চারবার গ্র্যামি জিতেছেন এবং কান্ট্রি মিউজিক অ্যাওয়ার্ডসে ১৫টি পুরস্কার পেয়েছেন। তার ১১টি স্টুডিও অ্যালবাম প্রকাশিত হয়েছে, সর্বশেষটি সম্প্রতি বাজারে এসেছে। গায়ক বর্তমানে যুক্তরাষ্ট্রজুড়ে কনসার্ট ট্যুরে ব্যস্ত রয়েছেন।
তাদের সম্পর্ক সত্যিই ভাঙনের পথে কি না—সেটি সময়ই বলে দেবে।
আপনার মতামত লিখুন :