বলিউডের তিন খান- শাহরুখ খান, সালমান খান, আমির খান কিংবা দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত, প্রভাস, আল্লু অর্জুন, থালাপতি বিজয়- কেউ নন। গত এক দশকে সবচেয়ে বেশি খোঁজা ভারতীয় অভিনেতার শীর্ষ আসনে জায়গা করে নিয়েছেন দীপিকা পাড়ুকোন।
আইএমডিবি’র প্রকাশিত “দ্য মোস্ট ভিউড ইন্ডিয়ান স্টারস অব দ্য লাস্ট ডিকেড” তালিকা অনুযায়ী এই তথ্য জানা গেছে।
ভারতে চলচ্চিত্রের ২৫ বছরের যাত্রা বিশ্লেষণ করে আইএমডিবি সম্প্রতি প্রকাশ করেছে “২৫ ইয়ার্স অব ইন্ডিয়ান সিনেমা” শীর্ষক বিশেষ প্রতিবেদন। সেখানে ২০০০ থেকে ২০২৫ সাল পর্যন্ত কোন তারকা ও কোন সিনেমা সবচেয়ে বেশি খোঁজা হয়েছে, তার একটি পূর্ণাঙ্গ চিত্র উঠে এসেছে।
২০১৪ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত প্রতি সপ্তাহের ওয়েব র্যাঙ্কিংয়ের ভিত্তিতে এ তালিকা তৈরি করা হয়। ২৫ কোটির বেশি বৈশ্বিক ভিজিটরদের পেজভিউ থেকেই নির্ধারিত হয়েছে এই জনপ্রিয়তার হিসাব।
ফলে খানদের ছাড়িয়ে শীর্ষ স্থানে উঠে এসেছেন দীপিকা পাড়ুকোন। এরপর দ্বিতীয় স্থানে আছেন শাহরুখ খান, তৃতীয় স্থানে ঐশ্বরিয়া রাই বচ্চন, চতুর্থ স্থানে আলিয়া ভাট এবং পঞ্চম স্থানে রয়েছেন প্রয়াত ইরফান খান।
অভিনেত্রী দীপিকা পাড়ুকোন আইএমডিবি ইন্ডিয়াকে বলেন, “আমার ক্যারিয়ারের শুরু থেকেই আমাকে বারবার বলা হয়েছে, সফল হতে চাইলে একজন নারীকে কীভাবে পথ চলতে হবে। কিন্তু আমি কখনো প্রশ্ন করতে ভয় পাইনি, নিয়ম ভাঙতে ভয় পাইনি। আমি সবসময় চেয়েছি প্রচলিত ধ্যানধারণা বদলে নতুন ছাঁচ তৈরি করতে।”
তিনি আরও যোগ করেন, “আমার পরিবার, ভক্ত ও সহকর্মীরা সবসময় আমার ওপর আস্থা রেখেছেন। তাঁদের বিশ্বাসই আমাকে শক্তি দিয়েছে সঠিক সিদ্ধান্ত নিতে। আইএমডিবি’র এই স্বীকৃতি প্রমাণ করে সততা, স্বকীয়তা আর দৃঢ়তা দিয়েই পরিবর্তন সম্ভব। আমি আশা করি, আমার এই যাত্রা ভবিষ্যতের অনেকের পথচলাকে সহজ করবে।”
আপনার মতামত লিখুন :