ইলিশের দামে হাত পোড়ার জোগাড়!


admin প্রকাশের সময় : আগস্ট ২৪, ২০২৫, ৬:৩৫ অপরাহ্ণ /
ইলিশের দামে হাত পোড়ার জোগাড়!
জাতীয় মাছ ইলিশ মৌসুমে বাজারে এলেও সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। এক কেজি ওজনের ইলিশ কিনতে গুনতে হচ্ছে ২ হাজার ৪০০ টাকা পর্যন্ত। সরবরাহ থাকলেও দামের আগুনে ক্রেতাদের হাত পোড়ার জোগাড়। বিক্রেতাদের দাবি, সামনে দাম আরও বাড়তে পারে।