গাজীপুরের সাংবাদিক তুহিনকে হত্যার প্রতিবাদে পুঠিয়া সাংবাদিক সমাজের প্রতিবাদ সভা


editor প্রকাশের সময় : আগস্ট ১১, ২০২৫, ৯:৪১ অপরাহ্ণ /
গাজীপুরের সাংবাদিক তুহিনকে হত্যার প্রতিবাদে পুঠিয়া সাংবাদিক সমাজের প্রতিবাদ সভা

স্টাফ রিপোর্টার, পুঠিয়া : গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার প্রতিবাদে পুঠিয়া সাংবাদিক সমাজের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবর (১১ই আগস্ট) বিকাল ৫ টায় পুঠিয়া সাংবাদিক সমাজের কার্যালয়ে পুঠিয়া সাংবাদিক সমাজের সভাপতি শেখ রেজাউল ইসলাম লিটনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, পুঠিয়া সাংবাদিক সমাজের সিনিয়র সহ-সভাপতি সাজেদুর রহমান জাহিদ, সহ-সভাপতি মেহেদী হাসান, পুঠিয়া সাংবাদিক সমাজের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম ডলার, কোষাধ্যক্ষ এস, এম, আব্দুর রহমান, নির্বাহী সদস্য ইউনুছ আহাম্মেদ শিশির, সদস্য মাজেদুর রহমান (মাজদার) ও মারসিফুল ইসলাম সুইট।

উক্ত প্রতিবাদ সভায় বক্তারা হত্যাকারিদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়। সভার শেষে মরহুম সাংবাদিক আসাদুজ্জামান তুহিন এর রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।