রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) বনাম রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) মধ্যে প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ২-০ গোলে বিজয়ী হয়েছে।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকাল ৪টায় প্রীতি ম্যাচের উদ্বোধন করেন তত্ত্বাবধায়ক সরকারের যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
এসময় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, আমাদের গণঅভ্যুত্থানের ঢেউ কিন্তু খেলা থেকেও বাদ যায়নি। আমরা ২টা টেস্টে সিরিজে জয় পেয়েছি। এটা আমাদের জন্য ভাগ্যই বলা যায়। এই সফলতার ধারা বজায় রাখতে আমরা কাজ করে যাব। এক্ষেত্রে সকলের অংশগ্রহণটা খুব গুরুত্বপূর্ণ। ইদানীং দেখা যাচ্ছে, স্মার্ট ফোন আসক্তিসহ নানা কারণে আমরা স্পোর্টস থেকে সরে যাচ্ছি। তাই আমাদের অংশগ্রহণটা নিশ্চিত করতে হবে। ছোটদের খেলার প্রতি উৎসাহিত করতে হবে।
রাবির শরীরচর্চা শিক্ষা বিভাগ কর্তৃক আয়োজিত এই প্রীতি ম্যাচে রাজশাহী বিশ্ববিদ্যালয় দল বিকেল ৫টা ৭মিনিটে প্রথম গোল এবং ৫টা ১৭ মিনিটে ২য় গোল করেন।
প্রীতি ম্যাচের সভাপতি ও রাবি উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব বলেন, দুই দলের খেলোয়াড়দের অভিনন্দন জানাতে চাই৷ তারা খুব প্রশংসনীয় খেলা দিয়েছে। রুয়েটও দুর্দান্ত খেলেছে। তাদেরও মোবারকবাদ জানাই।
এসময় আরও উপস্থিত ছিলেন বিশেষ অতিথি ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. অবায়দুর রহমান প্রামানিক, প্রক্টর অধ্যাপক ড. মাহবুবুর রহমান, ছাত্র উপদেষ্টা ড. আমিরুল ইসলাম, জনসংযোগ দপ্তরের প্রকাশক অধ্যাপক ড. আখতার হোসেন মজুমদার এবং রুয়েটের ছাত্র কল্যান প্রশাসক।
আপনার মতামত লিখুন :