টয়লেটের সেপটিক ট্যাংক থেকে ৩৬ হাজার ২০০ মার্কিন ডলার উদ্ধার: আটক ১


editor প্রকাশের সময় : মে ২৪, ২০২৪, ৬:৪৯ অপরাহ্ণ /
টয়লেটের সেপটিক ট্যাংক থেকে ৩৬ হাজার ২০০ মার্কিন ডলার উদ্ধার: আটক ১

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় একটি বাড়ির টয়লেটের সেপটিক ট্যাংক থেকে ৩৬ হাজার ২০০ মার্কিন ডলার উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ মে) সন্ধ্যায় কাজী মেহেদী হাসান তামিমের বাড়ির সেপটিক ট্যাংক থেকে ডলারগুলো উধার করে ভাঙ্গা থানা পুলিশ।

কাজী মেহেদী হাসান ভাঙ্গা পৌরসভার রায়পাড়া সদরদী মহল্লার বাসিন্দা। তিনি গত ২২ মে ঢাকায় এক বাড়িতে কাজ করতে গিয়ে ৪০ হাজার ডলার চুরি করেন। বৃহস্পতিবার চুরির অভিযোগে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেন ভাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মনির হোসেন।

তিনি বলেন, মেহেদী হাসান তামিম ঢাকায় ইলেকট্রিক মিস্ত্রির কাজ করেন। গত ২২ মে বসুন্ধরা গ্রুপের প্রকৌশলী এস এম তৌহিদুজ্জামানের বাসায় বিদ্যুতের কাজ করতে যান তিনি। কাজ করার এক ফাঁকে ওই প্রকৌশলীর বাসা থেকে ৪০ হাজার (ইউএস) ডলার নিয়ে গ্রামের বাড়ি ভাঙ্গায় পালিয়ে আসেন। যা বাংলাদেশের মুদ্রায় প্রায় ৪৭ লাখ টাকা।

পরে তৌহিদুজ্জামানের অভিযোগের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার (২৩ মে) সন্ধ্যায় তামিমের বাড়ি রায়পাড়ায় অভিযান চালিয়ে তামিমকে আটক করা হয়। এরপর তার দেওয়া তথ্যমতে, বাড়ির টয়লেটের সেপটিক ট্যাংকে লুকিয়ে রাখা ৩৬ হাজার ২০০ ডলার উদ্ধার করা হয়।

ভাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশিদ বলেন, মেহেদী হাসানকে ঢাকা থেকে আসা পুলিশের কাউন্টার টেরোরিজম দলের হাতে তুলে দেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ তারা নেবেন।