হেলাল উদ্দীন, বাগমারা : রাজশাহীর বাগমারার হামিরকুৎসা ইউনিয়নের কোনাবাড়িয়া গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আনিসুর রহমান শেখ গতকাল বুধবার বিকেলে ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)৷ তার বয়স হয়েছিল (৬৯) বছর। মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে রেখে গেছেন। গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টায় জানাজা শেষে কোনাবাড়িয়া গ্রামের পারিবারিক গোরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। তিনি নাটোর চিনিকলের কর্মকর্তা ছিলেন। জানাজায় সরকারি প্রতিনিধি হিসেবে উপস্থিত থেকে গার্ড অব অনার দেন বাগমারার সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান। এছাড়াও রাজনৈতিক নেতা, স্থানীয় বাসিন্দাসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :