রাজনৈতিক হয়রানিমূলক ৭১৮৪ মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে আইন মন্ত্রণালয়


editor প্রকাশের সময় : এপ্রিল ১৩, ২০২৫, ৫:০৪ অপরাহ্ণ /
রাজনৈতিক হয়রানিমূলক ৭১৮৪ মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে আইন মন্ত্রণালয়

অনলাইন ডেস্ক : বিগত সরকারের আমলে দায়ের হওয়া ৭ হাজার ১৮৪টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে আইন মন্ত্রণালয়।

আজ রোববার সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

আইন উপদেষ্টা বলেন, এখন পর্যন্ত রাজনৈতিক হয়রানিমূলক ৭ হাজার ১৮৪ মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। অনেক যাচাই-বাছাই করে মামলা প্রত্যাহারের কাজটি করতে হচ্ছে। বর্তমান সরকারের মেয়াদে ৭০–৮০ ভাগ মামলা প্রত্যাহার করা সম্ভব হবে। বাকিগুলো রাজনৈতিক সরকার এলে তারা করবে।

জঙ্গি ও দাগী অপরাধীদের জামিনে মুক্তি পাওয়া প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, ‘আসামিরা জামিন পেলে আইন মন্ত্রণালয়ের সমালোচনা করা হয়। কিন্তু যারা জামিন পেয়েছেন তাঁরা উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন। এখানে আইন মন্ত্রণালয়ের কিছু করণীয় নেই। আর নিম্ন আদালত থেকে যারা জামিন পেয়েছেন, তাঁরা সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার হয়েছিলেন। তাঁরা মামলার এজাহারভুক্ত আসামি না। পুলিশ রিপোর্টে যাদের রাজনৈতিক কিংবা অপরাধের বিস্তারিত বিবরণ থাকে না তাঁকে জামিন দেওয়া ছাড়া আদালতের করণীয় থাকে না।’

এ সময় এক সময় ঢাকার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামসহ দাগী অপরাধীদের জামিনে মুক্তির বিষয়ে আইন উপদেষ্টা বলেন, ‘তাঁদের অনেকেই বিগত সরকারের সময়ে জামিন পেয়েছিলেন। কিন্তু তাঁরা হয়তো ভয়ে বের হননি। সরকার পরিবর্তনের পর দ্রুত জামিনে বের হয়ে গেছেন।’

এ ছাড়া মাগুরার শিশু আছিয়া ধর্ষণ মামলার চার্জশিট আজ রোববারই দাখিল হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা। তিনি বলেন, ৯০ দিনের মধ্যে এ মামলার বিচার কাজ শেষ হবে।