চট্টগ্রামে গৃহবধূর মরদেহ উদ্ধার


editor প্রকাশের সময় : এপ্রিল ১৪, ২০২৫, ১০:২২ অপরাহ্ণ /
চট্টগ্রামে গৃহবধূর মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক : চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় উম্মে হাবিবা তানহা (২২) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৪ এপ্রিল) উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের ৬নং ওয়ার্ড ছাদেকের পাড়া হাজী জেবল হোসেনের বাড়ি থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

গৃহবধূ উম্মে হাবিবা তানহা একই এলাকার প্রবাসী মো. মোর্শেদ আলমের স্ত্রী।

জানা যায়, উম্মে হাবিবা প্রতিদিনের মতো শ্বশুর বাড়িতে রাতের খাবার খেয়ে নিজরুমে ঘুমিয়ে পড়ে। সকালে তার শাশুড়ি নাস্তা করার জন্য ডাকলে, ভেতর থেকে কোনো সাড়া শব্দ পাচ্ছিলেন না। পরে স্থানীয়দের সহায়তায় ঘরের দরজা ভেঙে দেখেন গৃহবধূ হাবিবার মরদেহ ওড়না পেঁচানো অবস্থায় জানালার গ্রীলের সাথে ঝুলানো। পরে থানায় খবর দেওয়া হলে তারা এসে মরদেহ থানায় নিয়ে যান।

গৃহবধূর মামা আবু বক্কর জানান, আমার ভাগ্নি তানহা লালানগর ১নং ওয়ার্ড মাস্টার বাড়ি এলাকার মো. সিরাজের মেয়ে। গত দুই বছর আগে তার বিয়ে হয়েছিল। গতকাল বিকেলেও সে শ্বশুরের সঙ্গে আমার বাড়ি বেড়াতে গিয়েছিল। এরপর আজ সকালে শ্বশুর বাড়ির লোকজন ফোন দিলে গিয়ে দেখি ভেতর থেকে দরজা বন্ধ। পরে সবার সাথে দরজা ভেঙে প্রবেশ করে দেখি তার নিথর দেহ পড়ে রয়েছে।

তবে এটিকে তারা আত্মহত্যা বললেও যেটার সাথে ঝুলন্ত পাওয়া গেছে, এভাবে আত্মহত্যা করা যায় না। তাই এটিকে আত্মহত্যা নাকি পরিকল্পিত ঘটনা, তদন্ত করে দেখার দাবি জানাই।

এ বিষয়ে রাঙ্গুনিয়া থানার পরিদর্শক (তদন্ত) সুজন হাওলাদ জানান, খবর পেয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। পরে এটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে আত্মহত্যা মনে হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর কারণ সম্পর্কে জানা যাবে।