জিম্বাবুয়ে সিরিজে আগ্রহ নেই কারও, খেলা দেখা যেতে পারে যে টিভিতে


editor প্রকাশের সময় : এপ্রিল ১৪, ২০২৫, ৮:১৮ অপরাহ্ণ /
জিম্বাবুয়ে সিরিজে আগ্রহ নেই কারও, খেলা দেখা যেতে পারে যে টিভিতে

অনলাইন ডেস্ক : আগামী ২০ এপ্রিল থেকে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হচ্ছে। আসন্ন এই সিরিজের সম্প্রচার নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

ঘরের মাঠের সিরিজের সম্প্রচার স্বত্বই এখনো বিক্রি করতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো প্রতিষ্ঠানই আগ্রহ দেখায়নি খেলা সম্প্রচার করতে। যে কারণে সিরিজটি টিভিতে দেখানো নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

সাম্প্রতিক সময়ে বাংলাদেশের হোম সিরিজগুলো টিভিতে সম্প্রচার হয়েছে টি স্পোর্টস ও জিটিভিতে, মিলেনিয়াম মিডিয়া কনসোর্টিয়ামের মাধ্যমে। তবে গত বছরের অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হওয়া সিরিজের মাধ্যমে সেই চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে।

এমন পরিস্থিতিতে বিসিবি শেষমেশ সম্প্রচার স্বত্ব বিক্রি করতে না পারলে রাষ্ট্রায়ত্ত্ব টিভি চ্যানেল বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে খেলা দেখানোর ব্যবস্থা করতে পারে। বিসিবির এক পরিচালক ঢাকা পোস্টকে এমনটি জানিয়েছেন।

প্রসঙ্গত, আগামী ২০ এপ্রিল প্রথম টেস্টে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে লড়বে দুই দল। দ্বিতীয় ও শেষ টেস্ট হবে ২৮ এপ্রিল, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।