এমবাপের লাল কার্ডের সিদ্ধান্তে রেফারির সঙ্গে একমত রিয়াল কোচ


editor প্রকাশের সময় : এপ্রিল ১৪, ২০২৫, ৮:২৬ অপরাহ্ণ /
এমবাপের লাল কার্ডের সিদ্ধান্তে রেফারির সঙ্গে একমত রিয়াল কোচ

অনলাইন ডেস্ক : খেলার মাঠে অনেক সময়ই নিজেদের বিপক্ষে যাওয়া সিদ্ধান্ত নিয়ে অপারগতা প্রকাশ করতে দেখা যায় কোচদের। তবে আলাভেসের বিপক্ষে রিয়াল মাদিদের ম্যাচে কিলিয়ান এমবাপের লাল কার্ড দেখার ঘটনায় রেফারির সুরেই কথা বললেন কোচ।

রিয়াল মাদ্রিদের সহকারী কোচ দাভিদে আনচেলত্তি মেনে নিলেন এই লাল কার্ডের সিদ্ধান্ত। কোনোরকম দ্বিধা না করে তিনি বললেন, ‘ওটা পরিষ্কার লাল কার্ড ছিল।’

বাজে সময়ের মধ্যে থাকা রিয়াল গত রোববার আলাভেসের মাঠেও কঠিন পরীক্ষা দিয়েছে। ম্যাচের ৩৪তম মিনিটে এগিয়ে যায় রিয়াল। তবে এর চার মিনিটের মাথায় আন্তোনিয়ো ব্লাঙ্কোকে ফাউল করেন এমবাপে। শুরুতে অবশ্য হলুদ কার্ড দেখিয়েছিলেন রেফারি। পরে ভিএআর মনিটরে রিপ্লে দেখে সিদ্ধান্ত পাল্টে সরাসরি লাল কার্ড দেখান তিনি।

বাকি সময় ১০ জন নিয়ে খেলেও অবশ্য জয় পেয়েছে রিয়াল। ১-০ গোলে জয় পায় তারা। প্রধান কোচ কার্লো আনচেলত্তির নিষেধাজ্ঞায় এই ম্যাচে রিয়ালের ডাগআউটে দায়িত্বে ছিলেন তার ছেলে দাভিদে আনচেলত্তি।

ম্যাচের পর সংবাদ সম্মেলনে কোচ বলেন, ‘(ওই ঘটনার পর) এখনও তার (এমবাপে) সঙ্গে আমার কথা হয়নি। কিলিয়ান উগ্র ছেলে নয়; সে কী করেছে সেটা বুঝতে পেরেছে এবং সে ক্ষমাও চেয়েছে। ওটা পরিষ্কার লাল কার্ড পাওয়ার মতো ফাউল ছিল এবং সে ফল ভোগ করেছে।’

‘(ওই ঘটনার আগে) তাকে অনেকবার উত্যক্ত করা হয়েছিল, তারই ফলশ্রুতিতে সে ওভাবে প্রতিক্রিয়া দেখিয়েছে, যা ঠিক নয়। আমি তার আচরণকে সমর্থন করছি না, কিন্তু এমনটাই আসলে ঘটেছে।’