নীলফামারীতে হার্ডওয়্যার ব্যাবসায়ীকে হামলা করে ক্যাশ থেকে টাকা নিয়ে যাওয়ার অভিযোগ


editor প্রকাশের সময় : এপ্রিল ১৩, ২০২৫, ১০:০৮ অপরাহ্ণ /
নীলফামারীতে হার্ডওয়্যার ব্যাবসায়ীকে হামলা করে ক্যাশ থেকে টাকা নিয়ে যাওয়ার অভিযোগ

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীতে এক হার্ডওয়ার ব্যবসায়ীকে দোকানে হামলা করে ক্যাশবক্স থেকে প্রায় ৩ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া যায়।

বুধবার সকাল ১০টার দিকে নীলফামারী উপজেলা অভিনাশের মোড় (বটতলী বাজার) এলাকার ইউসুফ আলীর ছেলে মোঃ আকসাদ আলীর দোকানে ঘটে ঘটনাটি। এ ঘটনায় ৬ জনের নামসহ ৩০-৩২ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে নীলফামারী সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী।

আসামিরা হলেন ১।মো. সুকারু (২০) পিতা- মৃত. আজিজার রহমান ২।খোকন ইসলাম(২৪) ৩। রোকন ইসলাম(২৩) উভয় পিতা- মৃত, আজিজুল ইসলাম ৪।বাবু ইসলাম(৪০) ৫। আবু হোসেন(৩৬) পিতা- মৃত. হালি ৬। রুমন ইসলাম(২৫) পিতা- রবিউল ইসলাম।

ভুক্তভোগী আকসাদ আলী জানান, আমার ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারী ফারুক হোসেনের সাথে তুচ্ছ ঘটনায় সুকারু বিতর্কে জড়িয়ে পরে। আমি মিমাংসা করে সুকারুকে বাড়ি পাঠিয়ে দেই। পরে সুকারু তার দলবলসহ ৩০-৩২ জন দুর্বৃত্ত আমার দোকানে হামলা করে। এসময় দেশিয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে এবং রাতে আমার দোকানের ক্যাশবাক্সে থাকা নগদ ৩ লক্ষ টাকা ছিনিয়ে নেয়। আমি জীবন বাঁচাতে চিৎকার দিলে স্থানীয় লোকজন এগিয়ে আসে। তারা আমাকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। হত্যার উদ্দেশ্যে হামলা করেছে দাবি করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জীবনের নিরাপত্তা চেয়ে আকুতি জানান আকসাদ আলী।

আরেক আহত ব্যবসায়ী আব্দুল কুদ্দুস বলেন, দেশীয় অস্ত্র নিয়ে সন্ত্রাসীরা হার্ডওয়ার ব্যবসায়ীর উপর অতর্কিত হামলা চালানোর সময় এগিয়ে গেলে সন্ত্রাসীরা আমার উপর হামলা চালায় এবং আমার পকেটে থাকা ৫০ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায়। আমি এর বিচার চাই।

স্থানীয় বাসিন্দা লিটন ইসলাম জানান, হটাৎ চিৎকার শুনে এগিয়ে গেলে সন্ত্রাসীরা আমাকে এলোপাথাড়ি আঘাত করতে থাকে। এসময় হোটেলের একটি কফি মেশিনসহ আসবাবপত্র ভাংচুর করে।তিনি বলেন, সুকারুর নেতৃত্বে ৩০-৩২ জন সহযোগিরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও মালামাল লুট করেন।ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাট কারোই কাম্য নয়। এ ঘটনায় দায়ীদের অবিলম্বে গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।

ব্যবসায়ীদের উপর অতর্কিত হামলার ঘটনায় এলাকাবাসী ও ব্যবসায়ীদের মাঝে ভয় ও আশঙ্কা দেখা দিয়েছে। ভুক্তভোগী ও স্থানীয়রা সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

অভিযোগের সত্যতা নিশ্চিত করে নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ(ভারপ্রাপ্ত) এম আর সাইদ জানান, ঘটনাটি জানার সাথে সাথে ঘটনার স্থলে পুলিশ পাঠিয়ে দেওয়া হয়েছে। অভিযোগের ভিত্তিতে অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।