শুষ্ক আবহাওয়ায় বাড়তে পারে ঢাকার তাপমাত্রা, অনুভূতি বাড়বে গরমের


editor প্রকাশের সময় : এপ্রিল ৩, ২০২৫, ৪:৩১ অপরাহ্ণ /
শুষ্ক আবহাওয়ায় বাড়তে পারে ঢাকার তাপমাত্রা, অনুভূতি বাড়বে গরমের

অনলাইন ডেস্ক : আজ ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে আবহাওয়া শুষ্ক থাকবে, নেই বৃষ্টির সম্ভাবনা। দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, যা নগরজীবনে গরমের অনুভূতি আরও বাড়িয়ে তুলবে। একইসঙ্গে বাতাসের আর্দ্রতা বেশি থাকার কারণে তাপমাত্রা তুলনামূলকভাবে বেশি অনুভূত হতে পারে।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

আজকের আবহাওয়া লাইভ (Ajker Weather Live) আপডেটসহ আগামীকালের আবহাওয়া কেমন থাকবে?

এতে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। আর দিনের তাপমাত্রাও সামান্য বাড়তে পারে। এ সময়ে পশ্চিম অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ৮-১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

পূর্বাভাসে আরও জানানো হয়েছে, সকাল ৬টায় দিনের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৩ শতাংশ। আর গতকাল এসব এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।