ডোমারে ঈদে পুনর্মিলনী ও একদিনের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত


editor প্রকাশের সময় : এপ্রিল ৩, ২০২৫, ৯:৫৪ অপরাহ্ণ /
ডোমারে ঈদে পুনর্মিলনী ও একদিনের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

মো. বাদশা প্রামানিক নীলফামারী প্রতিনিধি: নীলফামারী ডোমারের বামুনিয়ায় বিভিন্ন জায়গায় কর্মরত এলাকার বিভিন্ন শ্রেণি পেশার সব মানুষ ও এলাকাবাসী নিয়ে ঈদে পুনমিলনী ও একদিনের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। ওই এলাকার অনেকে নিজ নিজ কর্ম নিয়ে দেশের বিভিন্ন জায়গায় অবস্থান করে। বছরে দুবার ঈদ উপলক্ষে নাড়ির টানে সবাই একযোগে এলাকায় আসে।ইচ্ছে থাকলেও বছরের অন্য সময় সবাই এক সাথে এভাবে মিলিত হতে পারে না। ঈদের পরে ঈদে পুনোমিলনীতে সবাই একসঙ্গে মিলিত হয়ে নিজেদের মধ্যে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয় এবং একে অপরের সুখ দুঃখের খবরা খবর রাখে। এ মিলনের স্মৃতিটুকু কে আরো আনন্দময় করতে একদিনের ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে।

ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণ করে চারটি দল— স্মার্ট স্টার, ঠান্ডার পাওয়ার, চ্যাম্পিয়ন চ্যালেঞ্জার্স ও বামুনিয়া সাইনিং। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় ঠান্ডার পাওয়ার এবং রানার্সআপ হয় স্মার্ট স্টার।

অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল একসময়ের অভিজ্ঞ ক্রিকেট খেলোয়াড়দের একত্রিত করা, যারা বর্তমানে বিভিন্ন পেশায় নিয়োজিত। স্মৃতিচারণ ও বন্ধুত্ব পুনরুজ্জীবিত করতে এ আয়োজনকে কেন্দ্র করে দিনভর উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

সারাদিনের এ আয়োজনে ছিল পরিচিতি পর্ব, ছবি তোলা, দুপুরের খাবার, বিকেলের নাস্তা ও পুরস্কার বিতরণ। টুর্নামেন্টটি আয়োজন করেন আলমগীর কবির বাবু, চয়ন অধিকারী, রায়হান রূপসা, হারুন, গৌরাঙ্গ রায়, মুকুল ইসলাম, বাসিদুলসহ আরও অনেকে।

আয়োজকদের মধ্যে অন্যতম আলমগীর কবির বাবু বলেন, “আমরা সবাই একসময় ক্রিকেট খেলেছি, একসাথে সময় কাটিয়েছি। কিন্তু ব্যস্ততার কারণে এখন আর তেমনভাবে দেখা হয় না। ঈদ পূর্ণমিলনী উপলক্ষে এই ক্রিকেট টুর্নামেন্টের মূল উদ্দেশ্য ছিল সবাইকে একত্রিত করা, পুরোনো স্মৃতিগুলো ফিরিয়ে আনা। খেলাধুলার মাধ্যমে আমরা বন্ধন আরও দৃঢ় করতে চাই। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে, যাতে আমাদের বন্ধুত্ব ও ক্রীড়াচর্চা ধরে রাখা যায়।”

স্থানীয়দের মতে, এমন উদ্যোগ সিনিয়র খেলোয়াড়দের পুনর্মিলনী ও খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি এলাকার ক্রীড়াচর্চার বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।