লালপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুরে স্ত্রী ও সন্তানের সঙ্গে রাগ করে নিজ বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছেন আমিনুল ইসলাম (৫০) নামের এক ব্যক্তি। গতকাল বৃহস্পতিবার (৩ এপ্রিল ২০২৫) সন্ধ্যায় উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের মোহরকয়া ডাঙ্গাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, আমিনুল ইসলাম বাড়ি ফিরে স্ত্রী ও সন্তানের সঙ্গে ঝগড়া করেন। একপর্যায়ে তিনি মোটরসাইকেল থেকে পেট্রোল বের করে নিজ বাড়িতে আগুন ধরিয়ে দেন। তাতে বাড়ির তিনটি ঘর পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এলাকাবাসীর দাবি, আমিনুল ইসলাম দীর্ঘদিন ধরে মাদকাসক্ত।
এ বিষয়ে জানতে চাইলে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হক বলেন, আমিনুল ইসলামকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :