বাগমারায় মাদক বিরোধী র‍্যালি ও পথসভা


editor প্রকাশের সময় : এপ্রিল ৩, ২০২৫, ৯:৫৭ অপরাহ্ণ /
বাগমারায় মাদক বিরোধী র‍্যালি ও পথসভা

মাহাবুর রহমান মনি, বাগমারা: “মাদককে না বলি, আদর্শ গ্রাম গড়ি” এই স্লোগানকে সামনে রেখে বাগমারার হাট মাধনগরে চাকরিজীবী, ব্যবসায়ী ও প্রবাসী সংগঠনের উদ্যোগে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার ৩ মার্চ, সকাল ১০.৩০ ঘটিকায় হাট মাধনগর বাজারে এ র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়।

উক্ত র‍্যালিটি হাট মাধনগর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বাজারের মসজিদ সংলগ্ন মাঠে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন তাঁরা। এসময় উপস্থিত সচেতন নাগরিক সমাজের উদ্দেশ্যে তাঁরা মাদক বিরোধী বক্তব্য প্রদান করেন।

উক্ত র‍্যালি ও পথসভায় বক্তব্য রাখেন, কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য মোঃ আব্দুর রহমান, সিনিয়র আরএসএম, এমিন্যান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড বগুড়া, মোঃ মাইনুল ইসলাম, এসআই পিবিআই, বগুড়া। আলহাজ্ব মোঃ কলিম উদ্দিন এমএম (সেবা ফাউন্ডেশন) বগুড়া,

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন, ২ নং নরদাশ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মোশাররফ হোসেন, ২ নং নরদাশ ইউনিয়নের বাংলাদেশ জামায়াত ইসলামের সহ-সভাপতি মোঃ আঃ মান্নান, পানিয়া নরদাশ ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আব্দুর রাজ্জাক।

বক্তব্য রাখেন, মোঃ নজরুল ইসলাম কাজী, এসআই ডিএসবি, ভোলাহাট, মোঃ লুৎফর রহমান, প্রধান শিক্ষক, সাঁইপাড়া উচ্চ বিদ্যালয়, মোঃ এনামুল হক, সহকারি শিক্ষক, কুমিল্লা, মোঃ আব্দুর রশিদ জোনাল ম্যানেজার আরএফএল, রাজশাহী, মোঃ আব্দুল বারী, ডাচ বাংলা ব্যাংক, গাজীপুর, মোঃ আঃ রশিদ, সহকারী শিক্ষক, আইসিটিসহ হাট মাধনগর চাকরিজীবী, ব্যবসায়ী ও প্রবাসী সংগঠনের বিভিন্ন দায়িত্বশীলগণ।

বক্তারা তাদের বক্তব্যে সংগঠনের লক্ষ্য এবং উদ্দেশ্য সম্পর্কে বলতে গিয়ে বলেন, আমাদের মূল লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে, মাদক মুক্ত সমাজ গঠন, সমাজের দারিদ্র বিমোচন, কর্মসংস্থানের সুযোগ তৈরি, ভিক্ষাবৃত্তি দূর করা, গ্রামের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা, বেকারত্ব দূরীকরণে সহায়তা প্রদান, সমাজের অসচ্ছল এবং সুবিধাবঞ্চিত মানুষদেরকে সার্বিক সহযোগিতা প্রদান, এছাড়াও হিংসা-বিদ্বেষ এবং কলুষ মুক্ত দেশ গঠনের লক্ষ্যে তাদের প্রাথমিক এই উদ্যোগ। তারা মূলত দেশের পরিবর্তিত পরিস্থিতিতে আদর্শ গ্রাম গঠন তথা আদর্শ মানুষ গঠনের মাধ্যমে সারা দেশব্যাপী যাতে তাদের এই লক্ষ্য ও উদ্দেশ্য অনুসরণীয় হয় সেই লক্ষ্যেই তারা কাজ করে যাবেন বলে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।

তারই ধারাবাহিকতায় আজ তাদের প্রথম উদ্যোগ হিসেবে এই মাদক বিরোধী র‍্যালি ও পথসভার আয়োজন। তাঁরা দ্ব্যর্থহীন ভাষায় বলেন, হাট মাধনগর তথা আশে পাশের যেকোনো জায়গায় মাদক ব্যবসায়ী এবং মাদক সেবীদের আমরা যেকোনো মূল্যে উৎখাত করব। আমরা প্রথমে অনুরোধ করব এরপর না শুনলে আমরা প্রশাসনের সহায়তায় তাদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনি পদক্ষেপ গ্রহণ করবো।

সবশেষে মাদকের আখড়া নামে পরিচিত অত্র ২ নং নরদাশ ইউনিয়নের ঢাকের মোড় এলাকায় সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়ে সেখানকার মাদক সেবী ও ব্যবসায়ীদেরও সতর্ক করা হয় এবং সচেতন ব্যক্তিবর্গ কে তাদের চিহ্নিত করে অত্র সংগঠনের সহায়তা নেয়ার জন্য আহ্বান জানানো হয়।

উল্লেখ্য যে, গত ৩০ মার্চ, রোববার হাট মাধনগরে এক ইফতার ও দোয়া মাহফিল আয়োজনের মধ্য দিয়ে উক্ত সংগঠনের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। এতে আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোঃ আজিজুর রহমানকে সভাপতি, মোঃ আনিসুর রহমানকে সহ সভাপতি এবং সহকারী অধ্যাপক মোঃ আব্দুস সালামকে সাধারণ সম্পাদক করে মূল কমিটি এবং পুরো গ্রামের পাঁচটি পাড়ায় নিয়ন্ত্রণের সুবিধার্থে প্রতি পাড়ায় আলাদা আলাদা কমিটি করে মোট ৪৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠনের মাধ্যমে হাট মাধনগর চাকরিজীবী ব্যবসায়ী ও প্রবাসী সংগঠনের আত্মপ্রকাশ ঘটে।