সম্পত্তির লোভে বাবার ওপর পৈশাচিক নির্যাতন, দুই ছেলে গ্রেপ্তার


editor প্রকাশের সময় : মার্চ ১০, ২০২৫, ১০:৪০ অপরাহ্ণ /
সম্পত্তির লোভে বাবার ওপর পৈশাচিক নির্যাতন, দুই ছেলে গ্রেপ্তার

নুরুল আফছার, স্টাফ রিপোর্টার : চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার শান্তিনগর নিরাপদ হাউজিং সোসাইটিতে এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। সম্পত্তির লোভে নিজেরই সন্তানদের হাতে অমানবিক নির্যাতনের শিকার হয়েছেন ৭০ বছরের বৃদ্ধ খুইল্ল্যা মিয়া।

গত শুক্রবার (৮ মার্চ) রাত ১১টার দিকে মদিনা ভবনের দ্বিতীয় তলা থেকে তাকে উদ্ধার করা হয়। জানা গেছে, দীর্ঘ ১৩ দিন ধরে হাত-পা রশি দিয়ে বেঁধে তাকে নির্যাতন চালিয়ে আসছিলেন তারই দুই ছেলে—আবদুল আউয়াল (৩০) ও আবদুল রহিম (১৮)। গলায় টেপ পেঁচিয়ে রাখা হয়েছিল, যাতে তিনি চিৎকার করতে না পারেন। পাশের ভবনের বাসিন্দাদের মাধ্যমে বিষয়টি জানাজানি হলে স্থানীয় ছাত্রদল নেতা আবদুল কাদেরসহ কয়েকজন এগিয়ে আসেন এবং পুলিশকে খবর দেন।

বাকলিয়া থানার ওসি ইখতিয়ার উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বৃদ্ধকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে আইসিইউ খালি না থাকায় মেহেদীবাগের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

খুইল্ল্যা মিয়া জীবনের সমস্ত উপার্জন দিয়ে চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ায় দুটি ভবন গড়ে তুলেছিলেন। পাশাপাশি রিয়াজউদ্দিন বাজার ও আছদগঞ্জ এলাকায় ব্যবসা প্রতিষ্ঠানও রয়েছে তার। কিন্তু তার সন্তানরা চেয়েছিল তিনি জীবদ্দশাতেই তাদের নামে সম্পত্তি লিখে দিন।

বৃদ্ধ খুইল্ল্যা মিয়া তাদের বোঝানোর চেষ্টা করেন, তিনি মারা গেলে আইনানুগভাবে তার সন্তানেরাই উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পাবেন। কিন্তু ছেলেরা এতে রাজি না হয়ে গত ১৩ দিন আগে তাকে বাড়ির একটি কক্ষে বন্দি করে নির্মম নির্যাতন চালাতে থাকে।

বৃদ্ধের নির্যাতনের বিষয়টি জানাজানি হলে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত দুই ছেলেকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে। ওসি ইখতিয়ার উদ্দিন জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, সম্পত্তির জন্যই এই বর্বর নির্যাতন চালানো হয়েছে। খুইল্ল্যা মিয়া সুস্থ হলে তার অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এই মর্মান্তিক ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সম্পত্তির লোভ কীভাবে রক্তের সম্পর্ককে অমানবিক করে তুলতে পারে, এই ঘটনা তার জ্বলন্ত উদাহরণ।