রাজশাহী থেকে ১২ দিন পর দুটি ট্রেন চলাচল শুরু


editor প্রকাশের সময় : আগস্ট ১, ২০২৪, ৯:১৯ অপরাহ্ণ /
রাজশাহী থেকে ১২ দিন পর দুটি ট্রেন চলাচল শুরু

স্টাফ রিপোর্টার: কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘাত ও সংঘর্ষের ঘটনায় ১২ দিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার সকালে রাজশাহী থেকে দুটি ট্রেন চলাচল শুরু হয়েছে। সকাল ৯টার দিকে রাজশাহী রেলস্টেশন থেকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটের লোকাল ৫৬৩ এবং রাজশাহী-খুলনা রুটের মহানন্দা এক্সপ্রেস মেইল ট্রেনটি ছেড়ে গেছে।
রাজশাহী রেলস্টেশন থেকে প্রথমে মহানন্দা এক্সপ্রেস ট্রেন খুলনার উদ্দেশে ছেড়ে যায়। এর কিছুক্ষণ পর চাঁপাইনবাবগঞ্জের রহনপুর স্টেশনের উদ্দেশে ছেড়ে যায় লোকাল ৫৬৩ ট্রেন। পরে ট্রেনটি দুপুর নাগাদ আবার রাজশাহীতে ফিরে আসে। রাতে ফিরবে খুলনায় যাওয়া ট্রেনটি। গত ১৯ জুলাই রাজশাহী রেলস্টেশন থেকে ট্রেন চলাচল বন্ধ হয়ে গিয়েছিল।
রেলওয়ের কর্মকর্তারা জানান, ট্রেন দুটি চলবে সীমিত পরিসরে। কারফিউ শিথিল থাকার মধ্যে যাওয়া-আসা সম্ভব, এমন গন্তব্যে ট্রেন দুটি চলবে। আন্তনগর ট্রেন ছাড়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। পাকশী ডিভিশনে আরও তিনটি ট্রেন চলছে। সেগুলো খুলনা-মোংলা, খুলনা-বেনাপোল ও রাজবাড়ী থেকে ভাঙ্গার মধ্যে চলাচল করছে।
রাজশাহী রেলস্টেশনের ব্যবস্থাপক আবদুল করিম বলেন, রাজশাহী থেকে আপাতত একটি লোকাল ও একটি মেইল ট্রেন চলাচলের সিদ্ধান্ত হয়েছে। একটি মহানন্দা এক্সপ্রেস ও অপরটি লোকাল ৫৬৩ ট্রেন। আন্তনগর ট্রেন ছাড়ার এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে। অল্প দিনের মধ্যেই হয়তো আন্তনগর ট্রেন চলাচল শুরু হয়ে যাবে।