ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার


editor প্রকাশের সময় : জুন ৯, ২০২৪, ১১:১৬ অপরাহ্ণ /
ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার: পবা উপজেলার কাটাখালী থেকে ১০০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার দিবাগত রাত ১২ টা ১০ মিনিটে নগরীর কাটাখালী থানাধীন শ্যামপুর পশ্চিমপাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো, কাটাখালী থানার শ্যামপুর পশ্চিম পাড়া এলাকার ছামাদের ছেলে শামীম (২৪), জাহাঙ্গীর আলমের ছেলে রতন আলী (২২), আলাউদ্দিনের ছেলে ওসমান গনি (২৬), সেলিম আলীর ছেলে জয়নাল আবেদীন (২২)। তাদের কাছ থেকে ট্যাপেন্টাডল ট্যাবলেট ১০০ পিচ, মোবাইল ৪ টি, সীম কার্ড ৪ টি উদ্ধার করা হয়।
র‌্যাব-৫ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,রাজশাহী মহানগরীর কাটাখালী থানাধীন শ্যামপুর পশ্চিমপাড়া নামক এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। পরবর্তীতে র‌্যাবের গোয়েন্দা দল আসামীদের গতিবিধি পর্যবেক্ষন করে এবং শনিবার রাতে একটি চৌকস আভিযানিক দল উক্ত ঘটনাস্থলের অভিযান পরিচালনা করে ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে এবং ১০০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে। ধৃত আসামীরা এলাকার সংঘবদ্ধ মাদক চক্রের সদস্য। তারা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবত অবৈধ মাদকদ্রব্য গাঁজা, ট্যাপেন্টাডল ট্যাবলেট, ফেন্সিডিলসহ বিভিন্ন ধরণের মাদক অজ্ঞাত স্থান হতে সংগ্রহ করে রাজশাহী জেলার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের নিকট বিক্রয় করে আসছিল। উক্ত আসামীর বিরুদ্ধে রাজশাহী মহানগরীর কাটাখালী থানায় মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন।