বাঘায় সরকারি রাস্তায় অবৈধ পাকিং বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন


editor প্রকাশের সময় : জুন ৩, ২০২৪, ১০:৩৫ অপরাহ্ণ /
বাঘায় সরকারি রাস্তায় অবৈধ পাকিং বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

মোহাঃ আসলাম আলী,স্টাফ রিপোর্টার : রাজশাহীর বাঘায় সরকারি রাস্তায় অবৈধ পার্কিং ও অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেন রহমতুল্লা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
সোমবার (৩ জুন’) সকালে বিদ্যালয় সংলগ্নে বানেশ্বর ঈশ্বরদী সড়কে এ মানববন্ধন করা হয়।
এসময় বক্তব্য দেন-নবম শ্রেণীর ছাত্রী-আদিবা ইসনাত,ফাতিমা রনক,সুমাইয়া আফরোজ ও তাসমিম তাবাসসুম।
উল্লেখ্য গত রোববার (২ জুন) উপজেলার রহমতুল্লাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর এক শিক্ষার্থী সহ উপজেলার ইউ,আর,সি ইন্সেট্রাকটর ইকবাল হোসেন সড়ক দুর্ঘটনায় আহত হন। বিদ্যালয়ের পশ্চিমে সড়কে দাঁড় করা যাত্রীবাহি পরিবহনের পাশ দিয়ে বাই সাইকেল চালিয়ে বিদ্যালয়ে আসার সময় পেছন থেকে আসা পাথর বোঝায় ট্রাকের ধাক্কায় সাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন ওই ছাত্রী। পরে তাকে উদ্ধার করে প্রথমে বাঘা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হলে সেখানে তার অবস্থা খুব আশংকা জনক দেখা দিলে কর্তব্যরত চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেকে) প্রেরণ করা হয়। তারই প্রতিবাদে রাস্তায় নেমে মানববন্ধন কর্মসূচি পালন করে ছাত্রীরা।
এ বিষয়ে প্রধান শিক্ষক বাবুল ইসলাম জানান,আহত ছাত্রী রাজশাহী মেডিকেল কলেজ হচিকিৎসাধীন রয়েছে। গত ১মাসে অন্তত ৭ জন ব্যক্তি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ও আহত হয়েছেন ৪ জন। ৩১ জানুয়ারী চন্ডিপুর গ্রামের রাজিয়া বেওয়া (৮৫) আটো ভ্যানের চাকায় শাড়ি প্যাঁচিয়ে মারা যান। ২৬ জানুয়ারি মালামাল বোঝাই ট্রাকের ধাক্কায় ভ্যান থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা যান,খোর্দ্দ বাউসা গ্রামের রেজিয়া বেগম(৪০)। আহত হয় তার স্বামী হাবিবুর রহমান। ১১ মার্চ বালি বহনকরা ইঞ্জিন চালিত ট্রাক্টরের মুখোমুখি সংসর্ষে বাজুবাঘা গ্রামের মোটরসাইকেল চালক মোস্তাফিজুর রহমান মিস্টার(৩৫) মারা যায় । ১২ এপ্রিল মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে কলিগ্রামের রনি শেখ (২৪) ও জোতনশী গ্রামের রাজু আহমেদ (২০) মারা যায়। আহত হয় জোতনশি গ্রামের আব্দুস সাত্তার (২১) ও চকনারায়নপুর গ্রামের মিলন দুরন্ত দাশ(১৭)।১৪ এপ্রিল ট্রলি ধাক্কায় সেনা সদস্য আশরাফুল ইসলাম বিপুল(৪৭) মারা যান। ১ মে ট্রাক্টর চালক সজিব (২৫), ১০ মে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে পুঠিয়ার শহীদ হোসেন (৩৫) মারা যায়। আহত হয়,তার সঙ্গী জনি আহম্মেদ (৩২)। ২৯ মে গরু বহন কারি ইঞ্জিনচালিত ভটভটির চাপায় মুশিদপুর কাজী পাড়া গ্রামের সবজি ব্যবসায়ী গোলাম হোসেন (৪০) মারা যায়।
বাঘা থানার পরিদর্শক (তদন্ত) সোয়েব খান বলেন,এসব ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা হয়েছে। মানববন্ধনে ছাত্রীদের দাবির প্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।