চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: জাতীয় বাজেটে প্রতিবন্ধী ভাতা মাসে ৮৫০ টাকার পরিবর্তে ৫ হাজার টাকা ও প্রতিবন্ধীদের শিক্ষা ভাতা ২ হাজার টাকা, প্রতিবন্ধীদের জন্য আত্মকর্মসংস্থান তৈরি, চাকরিতে কোটা প্রদান, চিকিৎসা ভাতা প্রদানসহ ১১ দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ।
ডিজ্যাবল্ড পিপলস অর্গানাইজেশন টু ডেভেলপমেন্ট চাঁপাইনবাবগঞ্জ ডিপিওডি আয়োজনে বৃহস্পতিবার (২৩ মে) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় সামনে মানববন্ধন করে প্রতিবন্ধীরা।
মানববন্ধন বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ ডিপিওডি’র পরিচালক মো. শফিকুল ইসলাম, চেয়ারম্যান মো. আব্দুল ওদুদ, সাধারণ সদস্য মো. সোহেল রানা, সহ নাগরিক সমাজের প্রতিনিধিরা বক্তব্য রাখেন ।
বক্তারা প্রতিবন্ধীদের এসব দাবি মেনে নেয়ার জন্য সরকারের সুদৃষ্টি কামনা করেন। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয
আপনার মতামত লিখুন :