অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনে প্রশাসনের সহযোগিতা চাইলেন শরিফুজ্জামান


editor প্রকাশের সময় : মে ১৮, ২০২৪, ১০:১১ অপরাহ্ণ /
অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনে প্রশাসনের সহযোগিতা চাইলেন শরিফুজ্জামান

স্টাফ রিপোর্টার, দুর্গাপুর: রাজশাহীর দুর্গাপুর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২১ মে। এই নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই অভিযোগ পাল্টা অভিযোগ করা হয়েছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পক্ষ থেকে। নির্বাচনে অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনে প্রশাসনের সহযোগিতা চেয়েছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শরিফুজ্জামান শরিফ। পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুজ্জামান শরিফ আসন্ন নির্বাচনে মোটরসাইকেল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

শনিবার বিকেলে উপজেলা সদরে নির্বাচন পরিচালনা কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে সাংবাদিকদের মাধ্যমে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও পুলিশ প্রশাসনের কাছে এই সহযোগিতা চান শরিফুজ্জামান শরিফ।

শরিফুজ্জামান শরিফ বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে আমিও আমার কর্মী সমর্থকরা শান্তিপূর্ণভাবে নির্বাচনী প্রচারণা চালিয়ে আসছি। ইতিমধ্যে বেশ কিছু জায়গায় আমার নির্বাচনী প্রচারণার কাজে ব্যবহৃত মাইক ও অটোরিকশা ভাংচুর করা হয়েছে। নির্বাচন পরিচালনা কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়েছে। আমি নেতাকর্মীদের শান্ত করে আইনের আশ্রয় নিয়েছি। কিন্তু প্রতিপক্ষের লোকজন পায়ে পাড়া দিয়ে শান্ত পরিবেশকে অশান্ত করার পাঁয়তারা করছে।

সংবাদ সম্মেলন প্রসঙ্গে শরিফুজ্জামান বলেন, নিজেদের দোষ ঢাঁকতে আব্দুল মজিদ মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়কে নিয়ে মনগড়া কথা বলেছেন। এই আসনের রাজনৈতিক অভিভাবক মাননীয় প্রতিমন্ত্রী। রাজনৈতিক বিষয়গুলো তিনি দেখভাল করবেন এটাই স্বাভাবিক। তবে নির্বাচন সংক্রান্ত বিষয়ে প্রতিমন্ত্রী মহোদয় কোনো ধরনের প্রভাব বিস্তার করেননি। কিংবা কাউকে চাপ প্রয়োগ করেননি। বরং তারাই বাইরের প্রভুদের ইশারায় চলছে এবং সুষ্ঠ অবাধ ও নিরপেক্ষ নির্বাচন ভুন্ডল করতে একের পর এক নীলনকশা আঁকছে।

সাধারণ ভোটারদের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, কারো ইন্ধনে না পড়ে ভোটকেন্দ্রে আসবেন, ভোট দেবেন। কেউ বাধা দিলে প্রশাসনিক সহযোগিতা চাইবেন। আমি আশারাখি প্রশাসনের পক্ষ থেকে অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে সব রকম প্রস্তুতি নেয়া হয়েছে।

মতবিনিময়কালে চেয়ারম্যান প্রার্থী শরিফুজ্জামান শরিফ ছাড়াও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সভাপতি আজাহার আলী, পৌর মেয়র সাজেদুর রহমান মিঠু, পৌর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মজনু সহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।