কৃতি শিক্ষার্থীরাই স্মার্ট বাংলাদেশের ভবিষ্যৎ : স্পিকার


editor প্রকাশের সময় : এপ্রিল ১৬, ২০২৪, ৬:০০ অপরাহ্ণ /
কৃতি শিক্ষার্থীরাই স্মার্ট বাংলাদেশের ভবিষ্যৎ : স্পিকার

অনলাইন ডেস্ক : জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, জ্ঞানভিত্তিক, আধুনিক ও মানবিক মানুষ হিসেবে শিক্ষার্থীদের গড়ে তুলতে হবে। কৃতি শিক্ষার্থীরাই স্মার্ট বাংলাদেশের ভবিষ্যৎ। আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামীতে স্মার্ট বাংলাদেশ গড়বে। তারা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশকে ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত করবে। তাই শিক্ষার্থীদের ওপর গুরুত্ব সহকারে নজর রাখতে হবে।

মঙ্গলবার (১৬ এপ্রিল) বিকেলে রংপুরের পীরগঞ্জ উপজেলার রসুলপুর মাহতাবিয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানে কুমেদপুর ইউনিয়নের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।

শিরিন শারমিন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সুনামের সঙ্গ বাংলাদেশ অনেক দূর এগিয়ে গেছে এবং যাচ্ছে। সামনে ২০৪১ সালে যে লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে, তার মূল উদ্দেশ্য হচ্ছে দেশকে শিক্ষিত জাতিতে পরিণত করা। তবে ইতোমধ্যে বাংলাদেশের অনেক মেধাবী শিক্ষার্থীরা দেশ-বিদেশে কৃতিত্বের সঙ্গে তাদের সাফল্য অব্যাহত রেখে দেশের মর্যাদা অক্ষুণ্ন রেখে মাথা উঁচু করে চলেছে। তাই পুরো বিশ্বের কাছে দেশকে শিক্ষিত জাতিতে পরিচয় করে দিতে হলে অবশ্যই আমাদের মেধাবী শিক্ষার্থীদের ওপর বেশি বেশি গুরুত্ব দিতে হবে। কারণ মেধাবী ও শিক্ষিত জাতি ছাড়া কখনও উন্নত দেশ গড়া সম্ভব না। সামনে শিক্ষার মান আরও উচ্চশিখরে নিয়ে যেতে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

স্পিকার বলেন, নারী শিক্ষার আলো প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে পড়েছে। পীরগঞ্জে বিভিন্ন বালিকা বিদ্যালয়, মহাবিদ্যালয় নির্মাণসহ নারী শিক্ষার বিস্তারে অবকাঠামোগত প্রভূত উন্নয়ন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নারী শিক্ষার বিস্তারে আলাদা ট্রাস্ট গঠন করা হয়েছে। শিক্ষা এখন আর নির্দিষ্ট স্তরের মধ্যে সীমাবদ্ধ নয়; শিক্ষাকে সবার জন্য উন্মুক্ত করা হয়েছে। বর্তমান সরকারের সময়ে আধুনিক ও গুণগত শিক্ষাক্রম প্রণয়নের মাধ্যমে সমসাময়িক বিশ্বব্যবস্থার সঙ্গে শিক্ষাকে সামঞ্জস্যপূর্ণ করে তোলা হয়েছে।

তিনি আরও বলেন, দেশপ্রেমের চেতনায় উজ্জীবিত করতে শিক্ষার্থীদের জন্য মহান মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

কুমেদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মোবাশ্বের হাসান, জেলা পুলিশ সুপার অতিরিক্ত ডিআইজি ফেরদৌস আলী চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পীরগঞ্জ পৌর মেয়র তাজিমুল ইসলাম শামীম, পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হাসান, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান সিদ্দিকী রনি প্রমুখ।

এর আগে স্পিকার উপজেলা পরিষদ, পীরগঞ্জ, রংপুরের প্রধান ফটকের শুভ উদ্বোধন করেন। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্পিকারকে গার্ড অব অনার প্রদান করা হয়।