গাজায় চলমান জেনোসাইড ও ধ্বংসযজ্ঞ বন্ধের জোর দাবী রুয়েট কর্তৃপক্ষের


editor প্রকাশের সময় : এপ্রিল ৭, ২০২৫, ২:৪১ অপরাহ্ণ /
গাজায় চলমান জেনোসাইড ও ধ্বংসযজ্ঞ বন্ধের জোর দাবী রুয়েট কর্তৃপক্ষের

স্টাফ রিপোর্টার : গাজায় চলমান জেনোসাইড ও ধ্বংসযজ্ঞে অসংখ্য নিরীহ নারী ও শিশু নির্মমভাবে প্রাণ হারাচ্ছে। মানবতার এই চরম বিপর্যয়ের প্রেক্ষিতে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করছে।

আজ ৭ এপ্রিল ২০২৫, “গ্লোবাল স্ট্রাইক ফর গাজা” কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করে রুয়েট পরিবার জানায় যে, গাজায় চলমান গণহত্যা বন্ধে বিশ্বের প্রতিটি বিবেকবান মানুষের জাগরণ এখন সময়ের দাবি।

বিশ্ব যখন উন্নয়ন, বিজ্ঞান ও মানবকল্যাণে অগ্রসর হচ্ছে, তখন একটিমাত্র ভূখণ্ডে অবরুদ্ধ লক্ষ লক্ষ মানুষ—বিশেষ করে নারী ও শিশু—নিপীড়নের শিকার হচ্ছে। এটি কোনো রাজনৈতিক ইস্যু নয়; এটি মানবিকতার প্রশ্ন।

আমরা দৃঢ়ভাবে দাবি করছি:

 গাজায় চলমান জেনোসাইড ও আগ্রাসন অবিলম্বে বন্ধ করতে হবে।
 নারী ও শিশুদের জীবনরক্ষা ও মানবাধিকার নিশ্চিত করতে হবে।
 আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মানবতা, ন্যায়বিচার ও শান্তির পক্ষে দৃঢ় অবস্থান গ্রহণ করে। আমরা বিশ্বাস করি, গাজা ও পৃথিবীর প্রতিটি মানুষের জীবনের সমান মূল্য রয়েছে।-খবর বিজ্ঞপ্তি