মোঃ বাদশা প্রামানিক, নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে ‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন সর্বস্তরের জনগণ।
আজ সোমবার (৭ মার্চ) সকাল ১০ :৩০ টায় নীলফামারী জেলা চৌরঙ্গী মোড় থেকে বিভিন্ন শ্রেণী পেশার হাজার হাজার মানুষের একটি বিশাল বিক্ষোভ মিছিল নিয়ে জেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় চৌরঙ্গী মোড়ে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।
এ সময় সমাবেশে বক্তৃতা দেন নীলফামারী সরকারি কলেজের প্রভাষক মঞ্জুরুল আলম, জেলা ছাত্রদলের সভাপতি মারুফ পারভেজ প্রিন্স, ইসলামী ছাত্রশিবির শহর শাখার সভাপতি শফিকুল ইসলাম, আইনজীবী নুর মোহাম্মদ, ছাত্র প্রতিনিধি ইসমাইল হোসেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মনি হোসেন প্রমুখ।
এসময় সেখানে উপস্থিত বক্তারা বলেন, নারী, শিশু, ও নিরীহ মানুষদের ওপর ইসরায়েলি হামলা আজ মানবতাকেও হার মানিয়েছে। অথচ বিশ্বে যারা মানবতার কথা বলে, তারা আজ নিশ্চুপ। কোথায় গেল সেই মানবতা, কোথায় গেল নৈতিকতা? ইসরায়েলি দখলদার বাহিনী গাজায় নির্মমভাবে শিশু, নারী ও সাধারণ মানুষকে হত্যা করছে। তাদের এই হত্যাযজ্ঞ দেখে বাংলাদেশের প্রতিটি মানুষ তা দেখে ক্ষুব্ধ এবং ব্যথিত। এসময় সকল মুসলিম রাষ্ট্রকে ঐক্যবদ্ধ হয়ে ইসরায়লের বিরুদ্ধে যুদ্ধে নামার আহ্বান জানান তারা।
সকাল দশটায় শুরু হওয়া বিক্ষোভে বিভিন্ন শ্রেণী পেশার হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন। উল্লেখ্য, ‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ কর্মসূচির মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসকারী মানুষ ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন।
আপনার মতামত লিখুন :