নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে দুর্গাপুরে বিক্ষোভ মিছিল


editor প্রকাশের সময় : এপ্রিল ৭, ২০২৫, ৯:০৯ অপরাহ্ণ /
নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে দুর্গাপুরে বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার, দুর্গাপুর: রাজশাহী জেলা জামায়েতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে জামায়াতের সংসদ সদস্য প্রার্থী মু. নুরুজ্জামান লিটন বলেছেন, বিশ্বের ৫৬ টি মুসলিম দেশের ১৯০ কোটি মুসলমান থাকার পরও ইসরাইল বিশ্বের একমাত্র ইহুদী রাষ্ট্র, যার জনসংখ্যা মাত্র এক কোটি ৫২ লাখ। তবুও তারা বিশ্ব মানবতা লঙ্ঘন করে গণহত্যা চালিয়ে যাচ্ছে। এর মূল কারণ মুসলমানদের মধ্যে ঐক্যের অভাব। মুসলিম রাষ্ট্রগুলো যদি ওআইসির মাধ্যমে এক হয়ে প্রতিবাদ করতো তাহলে তারা (ইহুদীরা) ফিলিস্তিনিদের উপরে এমন বর্বর হামলা করতে সাহস করত না।

দুর্গাপুর উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে গাজায় ইসরায়েলি নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কথা বলেন নুরুজ্জামান লিটন।

নুরুজ্জামান লিটন এ সময় আরও বলেন, ইসরাইলকে সরাসরি মদদ দিচ্ছে আমেরিকা, ফ্রান্স ও ইংল্যান্ড। এমনকি তারা জাতিসংঘে নিন্দা প্রস্তাব পর্যন্ত পাস করতে দেয় না। অথচ তারা মানবতার ছবক দেয়।

সোমবার বিকেলে দুর্গাপুর ফাজিল মাদ্রাসা মাঠ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেডিকেল মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াত ও পৌর জামায়াতের নেতৃবৃন্দ।

সংক্ষিপ্ত সমাবেশে ইসরাইলী পণ্য বয়কটের আহ্বান জানানো হয়। পাশাপাশি ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণার জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানানো হয়

উপজেলা জামায়াতের সেক্রেটারি মাস্টার শামীম উদ্দিনের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাস্টার সাইফুল ইসলাম।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নায়েবে আমীর অধ্যাপক ফজলুল বারী সোহরাব, পৌর আমীর নুর আলম, শ্রমিক নেতা হাজী আমজাদ হোসেন, জামায়াত নেতা অধ্যাপক আমজাদ হোসেন, অধ্যাপক জাবের আলী, অধ্যাপক ড. সেলিম রেজা খাঁন, দেলুয়াবাড়ী ইউনিয়ন চেয়ারম্যান জিয়াউর রহমান, ইয়াসিন আলী মেম্বার, শিবির নেতা মাহফুজুর রহমান ইমন ও মহিউদ্দিন প্রমূখ।

সমাবেশ শেষে আল্লাহর সাহায্য কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন দুর্গাপুর জামিউল উলুম কওমি মাদ্রাসার শিক্ষক ক্বারী মাওলানা হাসানুজ্জামান হাশেম।