অনলাইন ডেস্ক : মাদকদ্রব্য বহনের অভিযোগে বার্বাডোজের বিমানবন্দরে আটক হওয়া কানাডা ক্রিকেট দলের অধিনায়ক নিকোলাস কির্টনের জামিন হয়েছে। নিজেকে আদালতে নির্দোষ দাবি করেছিলেন ক্যারিবীয় বংশোদ্ভূত এই ক্রিকেটার। পরে অভিযোগ ও পরিস্থিতি বিবেচনা করে তাকে জামিন দেন বিচারক।
গত রোববার কানাডা থেকে জন্মভূমি বার্বাডোজে যাচ্ছিলেন কির্টন। বার্বাডোজ বিমানবন্দরে তার সঙ্গে প্রচুর পরিমাণে ক্যানাবিস বা গাঁজা পাওয়া যায়। যার জেরে স্থানীয় পুলিশ তাকে আটক করে। এরপর পুলিশি হেফাজতেই রাখা হয় ক্যারিবিয়ান বংশোদ্ভূত এই ক্রিকেটারকে। আদালত কির্টনকে আগামী ২ জুন পরবর্তী শুনানির জন্য আবারও হাজির হওয়ার নির্দেশ দিয়েছে।
নিকোলাস কির্টন বয়সভিত্তিক পর্যায়ে ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলেছেন। পরে কানাডার হয়ে খেলা শুরু করেন। ২০১৮-এ তার জাতীয় দলে অভিষেক হয়। গত বছর আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলেছেন। একই বছরে অধিনায়কের দায়িত্বও পেয়েছিলেন।
সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত ও পাকিস্তানের সঙ্গে একই গ্রুপে ছিল কানাডা। সেই দলে ছিলেন কির্টন। সেবারের টুর্নামেন্টে একমাত্র জয়ের ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে দলের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ৩৫ বলে ৪৯ রানের ইনিংসও খেলেছিলেন। ১২ রানে ম্যাচ জিতেছিল কানাডা।
সামনেই কানাডার খেলা রয়েছে। নর্থ আমেরিকা কাপে বাহামাস, বারমুডা, আমেরিকা ও ক্যামান আইল্যান্ডের বিরুদ্ধে খেলবে কানাডা ক্রিকেট দল। সেখানে আদৌ কির্টন খেলতে পারবেন কি না, সেই নিয়ে সংশয় রয়েছে। এই নিয়ে ক্রিকেট কানাডা জানিয়েছে, “আমরা বিষয়টা যথেষ্ট গুরুত্বের সঙ্গে দেখছি। তবে তাতে আমাদের ম্যাচের প্রস্তুতিতে কোনও প্রভাব পড়বে না। আমরা গৌরব ও পেশাদারিত্বের সঙ্গে দেশকে নেতৃত্ব দেব।”
এর আগে কির্টনের আটক হওয়া নিয়ে কানাডা ক্রিকেটের তরফে বলা হয়, “আমরা নিকোলাস কার্টনের বিরুদ্ধে অভিযোগ ও তাকে পুলিশি হেফাজতে নেওয়ার বিষয়ে অবগত আছি। আপাতত পরিস্থিতির দিকে নজর রাখছি। ক্রিকেট কানাডা চায় গোটা ঘটনায় যেন স্বচ্ছতা থাকে।”
আপনার মতামত লিখুন :