রাজপাড়া জামায়াতে ইসলামীর ইউনিট সভাপতি ও সেক্রেটারী সম্মেলন অনুষ্ঠিত


editor প্রকাশের সময় : এপ্রিল ৭, ২০২৫, ৪:৫১ অপরাহ্ণ /
রাজপাড়া জামায়াতে ইসলামীর ইউনিট সভাপতি ও সেক্রেটারী সম্মেলন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : আজ ৭ এপ্রিল (সোমবার) বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজপাড়া থানার উদ্যোগে সকল ইউনিট সভাপতি ও সেক্রেটারী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজপাড়া থানা আমির অধ্যাপক নুরুল ইসলাম মনির সভাপতিত্বে সকাল ৬.৩০ মিনিটে শুরু হওয়া সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন থানা নায়েবে আমীর মাওলানা আজমাল হক খান।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর সিনিয়র নায়েবে আমীর এডভোকেট আবু মোহাম্মদ সেলিম।

রাজপাড়া থানা সহকারী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মোখলেছুর রহমানের সঞ্চালনায়- উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগরী সমাজকল্যাণ সেক্রেটারি অধ্যাপক কামরুজ্জামান সোহেল।

ইউনিট সভাপতি ও সেক্রেটারী সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য পেশ করেন রাজপাড়া থানা সেক্রেটারী মোঃ মাহবুবুর রহমান, সহকারী সেক্রেটারি বাবর আলী লিটন, থানা সাংগঠনিক সেক্রেটারি শরীফ আল মাহমুদ ফারুকী, ৩নং ওয়ার্ড আমীর মোঃ মনিরুজ্জামান, ৫নং ওয়ার্ড আমীর আবু আব্বাস, যুব ওয়ার্ড সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল্লাহিল কাফি প্রমূখ।

সম্মেলনে বক্তাগন বলেন, “রাসুল (সাঃ) এর আদর্শ নিজেদের জীবনে বাস্তবায়নের মাধ্যমে ইসলামের প্রকৃত রুপ জনগণের সামনে পেশ করতে হবে। ফিলিস্তিনে ইসরাইলি বর্বর আগ্রাসন ও নারকীয় হত্যাযজ্ঞের প্রতিবাদে জানিয়ে বক্তাগন বিশ্ব মুসলিমকে এক হয়ে ইজরাইলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার আহবান জানান।”